এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৭ সেপ্টেম্বর : আফগানিস্তানের খোস্ত প্রদেশে দাড়ি কাটার অপরাধে কয়েক ডজন লোককে বন্দী করেছে তালিবানরা । স্থানীয় সূত্রগুলি তালিবান কর্মীদের দ্বারা দাড়ি কাটার অপরাধে গ্রেপ্তারের খবর দিয়েছে ৷ জানানো হয়েছে যে যুবকদের পাশাপাশি কয়েক ডজন নয়ন (সালমান) কেও খোস্তের আমবার আল-মারিফ এবং নাহি আল-মানকার বিভাগে বন্দী করা হয়েছে । সূত্রমতে, ধৃত যুবক-যুবতীদের অপরাধ ছিল যে তারা কেউ দাড়ি ছোট করে কেটেছিল অথবা চুলে নকশা করিয়েছিল ।সূত্রের খবর অনুযায়ী, তালিবান ধৃতদের প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড দিয়েছে।
পাশাপাশি তালিবান খোস্তের বাসিন্দাদের সতর্ক করেছে যে তারা আমর আল-মরুফ এবং নাহি আল-মুনকার আইন লঙ্ঘন করলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত,তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা লাভের পর জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে । তবে আম্বার আল-মরুফ এবং নাহি আল-মুনকার আইন অনুমোদনের পর জনগণের উপর এই গোষ্ঠীর বিধিনিষেধ আরও বেড়েছে । আরবিতে ‘আল আমর বিল মা’রুফ ওয়ান-নাহি আনিল মুনকার’ অর্থে সৎকাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে অন্যকে বিরত করাকে বোঝায় । কিন্তু দাড়ি, গোঁফ বা চুল কেটে নিজেকে পরিচ্ছন্ন রাখাও কিভাবে এই আইনের আওতায় পড়ে তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । তাসত্ত্বেও এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবানের জঙ্গিদের ভয়ে মাথা ও মুখ ভর্তি চুলের বোঝা নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন আফগানিরা ।।