এইদিন স্পোর্টস নিউজ,১৮ নভেম্বর : চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলার কথা ছিল হারমানপ্রীত কৌরদের৷ দু’দেশের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ । তবে এই সিরিজটি একতরফা ভাবে স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে “আপনাদের দলকে ভারতে পাঠানোর কোনো দরকার নেই ।” যদিও সিরিজ স্থগিত করার কারন জানানো হয়নি বাংলাদেশকে । বিসিবির এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
বিসিবির সেই কর্মকর্তা আরও জানিয়েছেন, বিসিসিআই থেকে তারা একটি চিঠি পেয়েছেন যেখানে বলা হয়েছে যে সাদা বলের এই সিরিজটি পরবর্তী কোনো তারিখে পুনরায় নির্ধারণ করা হবে।স্থগিতের কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে ভারত ও বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনাই এর বড় কারণ।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে থাকা এই সিরিজটি ছিল উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নতুন আসরের আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ। কলকাতা ও কটকে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং ওয়ানডে সিরিজ দিয়ে নতুন নারীদের ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার কথা ছিল দুই দলের।
এর আগে গুভমান গিলদের বাংলাদেশ সফরও পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই সিরিজটি ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয় ২০২৬ সালের সেপ্টেম্বরে। তখন বিসিসিআই জানিয়েছিল, উভয় দলের আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও সময়সূচির সমন্বয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি ও সময়সূচি পরে জানানো হবে বলে উভয় বোর্ডই জানিয়েছে। মেয়েদের এই সিরিজও আগামী বছরের কোনো এক সময়ে পুনরায় নির্ধারণ করা হবে বলে আশা করছে বাংলাদেশ ।।

