প্রদীপ চট্টোপাধ্যায় ও আমিরুল ইসলাম, বর্ধমান,২২ এপ্রিল : ষষ্ঠ দফার ভোট যুদ্ধের ময়দানেও তাড়া করে বেড়াচ্ছে শীতলকুচি কাণ্ড।তারই প্রতিচ্ছবি বৃহস্পতিবার দেখা গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামের প্রতাপপুরের ডাঙ্গাপাড়া হাই স্কুলের ১৫৩ নম্বর বুথের সামনে।সেখানে অতিরিক্ত জমায়েত সরাতে যাওয়া পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আশউগ্রামের ভাল্কি অঞ্চল তৃণমূলের সভাপতি অরুপ মিদ্দা ।অভিযোগ বচসা চলা কালীন অরুপ মিদ্দা পুলিশ আধিকারিক কে হুঁশিয়ারি দিয়ে বলেন ,“এখানে শীতলকুচি করতে যাবেন না । মনে রাখবেন তিন দিন পরে আমাদের সরকারই ক্ষমতায় আসবে“।
ভোট চলাকালীন কর্তব্যরত পুলিশ আধিকারিককে তৃণমূল নেতার এই ভাবে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা শোরগোল ফেলে দেয় রাজনৈতিক মহলে ।প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব । যদিও পরে ভোল বদলান তৃণমূল নেতা অরুপ মিদ্দা । সংবাদ মাধ্যমকে তিনি বলেন ,পুলিশের সঙ্গে আমার বচসা, কথাকাটাকাটি হয়েছে ঠিকই । তবে তিনি হুমকি দেন নি । আমি পুলিশকে এটাই বলেছি,ভোট নিয়ে অতি উৎসাহে এলাকার কিছু মানুষ বাইরে বের হচ্ছে।আগে যেসব ভোট হয়েছে সেইসব ভোটে এত কেন্দ্রীয় বাহিনী ,পুলিশ দেখা যায়নি ।সেইসব দেখার জন্যই এলাকার বাসিন্দারা অতি উৎসাহে বাইরে বেরিয়ে পড়ছে। অরুপ বাবু বলেন ,এলাকার বাসিন্দাদের সঙ্গে খরাপ ব্যবহার না করে ভাল ব্যবহার করার কথাই তিনি পুলিশ কে বলেছেন। পুলিশ আধিকারিকের বক্তব্য ,ওই এলায় বুথের ২০০ মিটারের দোকান বন্ধ করার কথা বলা হয়েছিল। তখনই উনি হঠাৎ করেই সেখানে এসে শীতলকুচির প্রসঙ্গ তুলে তাঁদের বলেন ,কোনও ঝামেলা নেই ,দোকান বন্ধ হবে না । আউশগ্রামের বিজেপি নেতৃত্ব দাবি করেছে ,পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বুঝতে পেরে তৃণমূলের নেতারা হতাম হয়ে পড়েছে। তারা এখন শীতলকুচির ঘটনাকে ভর করে ভোট বৈতরণী পার হতে চাইছে ।।