এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৬ জানুয়ারী : মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জনমত সমীক্ষায় জো বাইডেনের থেকে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প । যদিও এখনো রিপাবলিকান প্রার্থী লড়াই অব্যাহত রয়েছে । বেশির ভাগ প্রতিদ্বন্দ্বী বাদ পড়ে এখন ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী রয়েছেন তারই আমলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি । আশা করা হচ্ছে যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প । কারন ফ্রন্টরানার হিসেবে প্রাথমিক লড়াইয়ে জয়জয়কার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
আগামী নভেম্বরের হতে চলা ভোটে পছন্দের প্রেসিডেন্ট হিসাবে বাইডেন ও ট্রাম্পের মধ্যে কাকে চান? এই প্রশ্নের ভিত্তিতে জনমত সমীক্ষা চলেছিল চলতি সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত । সমীক্ষাটি যৌথভাবে চালায় জরিপসংস্থা রয়টার্স ও ইপসোস। জরিপে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প।
রয়টার্স/ইপসোসের যৌথ সমীক্ষায় যুক্তরাষ্ট্র জুড়ে ১,২৫০ জন ভোটার অংশ নেন। সমীক্ষার ফলাফলে বলা হয়েছে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ট্রাম্পকে ৪০ শতাংশ এবং বাইডেনকে ৩৪ শতাংশ সমর্থন দিয়েছেন। চলতি মাসের শুরুতেও রয়টার্স ও ইপসোস মিলিতভাবে আরও একটি জনমত সমীক্ষা চালিয়েছিল । তখন বাইডেনের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প । অর্থাৎ সময়ের সাথে সাথে ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।
রিপাবলিকান দলের প্রার্থী বাছাই ভোটেও ট্রাম্পের জয়রথ ছুটে চলছে । চলতি মাসের মাঝামাঝি আইওয়া অঙ্গরাজ্যে ককাসে বিপুল ভোটে জয়ী হন ট্রাম্প। এরপর নিউ হ্যাম্পশায়ারেও রিপাবলিকান প্রাথমিকে জিতেছেন তিনি ।।