এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২০ ফেব্রুয়ারী : নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে জো বাইডেন-ক্লিনটন ও কুখ্যাত বিলিওনিয়ার জর্জ সোরসের ষড়যন্ত্র নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে । এমনকি ওই কুখ্যাত মার্কিন জোটের সঙ্গে কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গান্ধীর গোপন যোগাযোগ নিয়েও একাধিকবার তোলপাড় হয়েছে । এবারে বাইডেন-ক্লিনটন-সোরসের ষড়যন্ত্র ফাঁস করে দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আজ বৃহস্পতিবার এক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেছেন,ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তহবিল বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন। ক্ষমতায় এসে সম্প্রতি আমি সেই তহবিল বাতিল করেছি । এই অর্থায়ন নিয়ে এবার ট্রাম্প বলছেন, ভারতে অন্য কাউকে ভোটে জেতাতে এই অর্থায়ন করেছিল জো বাইডেন প্রশাসন।
ট্রাম্প বলেন, ‘ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য আমাদের কেন ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার মনে হয় ওরা অন্য কাউকে ভোটে জেতাতে চাইছিল। আমাদের এই বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে। এটা বের করতে পারা আমাদের জন্য বড় অর্জন। রাশিয়া আমাদের দেশের নির্বাচনের সময় ২০০০ ডলার খরচ করেছিল বিজ্ঞাপনে। সেটাই তো কত বড় ইস্যু হয়ে গিয়েছিল। আর এটা তো ২১ মিলিয়ন ডলার!’ এখন প্রশ্ন উঠছে যে বাইডেন ওই বিপুল পরিমান টাকা ভারতের কোন রাজনৈতিক দলকে দিয়েছিল ?
সম্প্রতি বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে।। এমন পরিস্থিতিতেই এ মন্তব্য করলেন ট্রাম্প। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত এক মাসে, আমরা কার্যকরভাবে ইউএসএআইডিকে নির্মূল করেছি। যেটি এই পাগলামির অনেকাংশে অর্থায়ন করত। এক মাসের কম সময়ে ডিপার্টমেন্ট অব গভমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) ৫৫ বিলিয়ন ডলারের বেশি বাঁচাতে পেরেছে বলেও জানান ট্রাম্প। এর আগে ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের উদ্ধৃতি দিয়ে বিজেপি অভিযোগ করেছিল, ওপেন সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ, ওসিসিআরপি-র মতো প্রক্সির মাধ্যমে ভারত নিয়ে ভুয়া প্রচার করছিলেন বাইডেনের সমর্থক বিশ্বখ্যাত বিনিয়োগকারী কুখ্যাত জর্জ সোরোস। বিজেপির অভিযোগ ছিল, বাইডেনের আমলে মার্কিন সরকার ভারতকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল। যদিও সেই সময় মার্কিন দূতাবাস বিজেপির এই দাবির বিরোধিতা করেছিল।।