এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৯ ফেব্রুয়ারী : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পুরসভা এলাকায় পথ কুকুরের মড়ক অব্যাহত । শুক্রবারেও পঁচিশটা কুকুরের মৃত্যু হয়েছে বলে পুরসভা সুত্রে খবর ৷ বিগত চারদিন ধরে দুই শতাধিক পথ কুকুরের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর শহরে । মৃত্যুর কারন জানতে সংগ্রহ করা হয়েছে নমুনা । চিকিৎসকদের প্রাথমিকভাবে অনুমান কেনাইন ডিসটেম্পার রোগের কারণে এই মৃত্যু ঘটছে ।
গত মঙ্গলবার থেকে বিষ্ণুপুর শহরে একের পর এক পথ কুকুরের মৃত্যুর ঘটনা ঘটতে থাকে । পুরসভা সুত্রে খবর,মঙ্গলবার ৬০ টি, বুধবার ৮৩ টি ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৫ টি মারা গেছে । এদিন সকাল পর্যন্ত ২৫ টি কুকুরের মৃতদেহ উদ্ধার করেছে পুরসভার কর্মীরা ।
বিষ্ণুপুর মহকুমা পশু হাসপাতালের সহকারী অধিকর্তা অনিমেষ আঁশ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এক ধরনের ‘ভাইরাল ইনফেকশানে’ কারনে কুকুরের মৃত্যু হচ্ছে । ঋতু পরিবর্তনের সাথে সাথে এটা হতে পারে । এই রোগকে কেনাইন ডিসটেম্পার বলা হয় । এই রোগের লক্ষণ জ্বর, বমি, পায়খানা । কুকুরের মধ্যে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে । এছাড়া পথ কুকুরদের সেভাবে ভ্যাকসিন দেওয়া হয় না। তার ফলে ব্যাপক হারে পথ কুকুরের মৃত্যুর ঘটনা ঘটছে। তবে সঠিক কি কারনে কুকুরের মৃত্যু হচ্ছে তা নির্নয়ের জন্য মৃত কুকুর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে । তার রিপোর্ট পাওয়ার সব কিছু পরিষ্কার হবে ৷
পথ কুকুরের মৃত্যুর ঘটনা ঘটলেও বাড়ির পোষ্য কুকুরের মৃতুর খবর নেই বলে জানা গেছে । এদিকে করোনার ভ্যাকসিন এলেও সাধারন মানুষের মধ্যে টিকাকরন শুরু হয়নি । তাই করোনা আতঙ্ক থেকে মুক্ত হতে পারেনি শহরবাসী । তারই মাঝে এভাবে পথ কুকুরের মড়ক লাগায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বিষ্ণুপুর শহরে ।
বিষ্ণুপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিষয়টি পশু চিকিৎসক এবং পুরসভা যৌথ ভাবে গুরুত্ব সহকারে দেখছে । বৃহস্পতিবার মৃত কুকুরের ময়নাতদন্ত করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারন জানা যাবে ।’।