এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’ বা ‘অভয়া’কে ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের পর থেকে ন্যায় বিচারের দাবিতে প্রায় একমাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা । ন্যায় বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানিয়ে দিয়েছেন । পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দেন যে সরকার যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে তারা গন ইস্তফার পথে হাঁটতে বাধ্য হবেন । এদিকে এই মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল । সুপ্রিম কোর্ট আন্দোলনকারী চিকিৎসকের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দিয়েছে । সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল ৫ টা । কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন(আই এম এ) এর পশ্চিমবঙ্গ শাখা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া ও সর্বোচ্চ আদালতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সাফ জানিয়ে দিয়েছে যে আন্দোলন যেমন চলছে তেমনই চলবে । ফলে চিকিৎসক ও সর্বোচ্চ আদালতের এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ ।
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে একটা প্রেস রিলিজে আইএমএ বলেছে,’আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আজ ৯ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজে একজন কর্তব্যরত ডাক্তারের নৃশংস হত্যা ও ধর্ষণের বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানির জন্য। অপরাধের নৃশংসতার কথা মাথায় রেখে আমরা ইতিবাচক ফলাফল আশা করছিলাম। যাইহোক, আদালত এবং সিবিআই-এর কার্যক্রমে আমরা সম্পূর্ণভাবে হতাশ। আমাদের সহকর্মীকে ন্যায়বিচার দেওয়ার জন্য দ্রুত বিচারের জন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা জানতে পেরে আরও বেশি হতাশ হয়েছিলাম যে মাননীয় সুপ্রিম কোর্ট এই বিক্ষোভের অগ্রদূত জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছে যে তাদের আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে । হাসপাতালগুলিতে অল্প কিছু মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের যেভাবে দায়ী হিসাবে চিত্রিত করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে কোনও হাসপাতালে পরিষেবা যে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে বলে লক্ষ্য করাও খুব মর্মান্তিক ছিল। আমরা সবাই জানি যে আমাদের জুনিয়রদের সহকর্মীরা অভয়ার বিরুদ্ধে জঘন্য অপরাধের জন্য দ্রুত এবং ন্যায্য বিচারের জন্য প্রতিবাদ করছে এবং স্বাস্থ্য সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছে যাতে ভবিষ্যতে এই ধরণের অপরাধ ও দুর্নীতি না হয়। তবে আমরা দুঃখের সাথে বলতে চাই যে সিবিআই দ্রুত বিচারের দিকে ইতিবাচক পদক্ষেপ দেখায়নি বা রাজ্য সরকার এই স্বাস্থ্য সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে IMA তাদের ভবিষ্যতের সমস্ত আন্দোলনে জুনিয়র ডাক্তারদের নিঃশর্তভাবে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। IMA সমগ্র চিকিৎসক সম্প্রদায় এবং সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় যে প্রতিবাদটি শেষ হবে না। আগামী দিনে, এটি আরও শক্তিশালী হবে এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা কোনও কসুর করন না। অ্যাকশন কমিটি আইএমএ বেঙ্গল স্টেট ।।