দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ এপ্রিল : দীর্ঘ দিন ধরে রক্তের আকাল চলছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডসেন্টারে । দিন কয়েক আগে থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন হাসপাতাল সুপার ডাঃ সৌভিক আলম । এবার ব্লাডসেন্টারের রক্ত সঙ্কটে এগিয়ে এগিয়ে এলেন কাটোয়া হাসপাতালের চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীরা । বুধবার সব মিলিয়ে প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানা গেছে ।
পূর্ব বর্ধমান জেলা ছাড়াও নদীয়া,মুর্শিদাবাদ, বীরভূম থেকে প্রচুর রোগী কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসা করাতে আসেন । হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীসহ দৈনিক গড়ে ২০-২৫ বোতল করে রক্তের প্রয়োজন হয় । কিন্তু গরম শুরু হওয়ার পর থেকে তীব্র রক্ত সঙ্কটে ভুগছে হাসপাতালের ব্লাডসেন্টার । ফলে রক্ত জোগাড় করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছিল রোগীর আত্মীয়দের । এদিন সকাল পর্যন্ত মাত্র কয়েক বোতল রক্ত মজুত ছিল । এই পরিস্থিতিতে চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীরা রক্তদান করায় কিছুটা হলেও সুরাহা হল ।।