এইদিন ওয়েবডেস্ক,বলরামপুর,০৪ ডিসেম্বর : সদ্যজাত শিশুকে মৃত ঘোষণা করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বলরামপুর জেলার পাচপেদওয়া থানা এলাকার দুই হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে । সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,২০২৩ সালের ২৬ নভেম্বর শিশুটির মা এনিয়ে আকরাম জামাল ও হাফিজুর রহমান নামে দুই হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে পাচপেদওয়া থানায় একটি অভিযোগ দায়ের করে । মহিলার অভিযোগ যে ওই দুই হাতুড়ে চিকিৎসক তার সন্তানকে মৃত বলে দাবি করে নিসার নামে এক কাউন্সিলরের কাছে বিক্রি করে দিয়েছে । পুলিশ অভিযুক্ত দুই হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে । উভয়ের বিরুদ্ধে আইপিসির ৩১১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ । পাশাপাশি বুধবার (২৯ নভেম্বর ২০২৩) প্রশাসন আকরাম জামালের নার্সিংহোমটি সিলগালা করে দিয়েছে ।
প্রতিবেদনে জানা গেছে,অভিযোগকারিনীর নাম পুষ্পা দেবী । তার বাড়ি বলরামপুর জেলার পাচপেদওয়া থানা এলাকায় । অভিযোগপত্রে তিনি জানিয়েছেন যে তিনি সন্তান প্রসবের জন্য প্রথমে পাচপেডওয়ার বলরামপুর মিশন হাসপাতালে গিয়েছিলেন । সেখানেই তার সাথে আকরাম জামালের দেখা হয় । আকরাম জামাল তাকে পার্শ্ববর্তী জেলা সিদ্ধার্থনগরের বাধনী এলাকায় রুবি নার্সিং হোম পরিচালনাকারী চিকিৎসক হাফিজুর রহমানের মাধ্যমে তার সন্তান প্রসব করায় । তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন বলে জানিয়েছেন ।
মহিলার অভিযোগ,তিনি যখন তার সন্তানকে দেখার জন্য অনুরোধ করেন, তখন তারা এড়িয়ে যেতে শুরু করে এবং উভয় চিকিৎসকই তাকে জানান যে ২৪ ঘণ্টার মধ্যেই তার নবজাতক শিশুটি মারা গেছে এবং দেহটি সৎকার করে দেওয়া হয়েছে । এরপর তিনি পুলিশের দ্বারস্থ হয়ে তার সদ্যোজাত সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ দায়ের করেন ।
জানা গেছে,অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমে শিশুটিকে বারহনির-২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিসারের কাছ থেকে উদ্ধার করে পুলিশ । পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয় । এদিকে কাউন্সিলর নিসার পুলিশ যাওয়ার আগেই চম্পট দেয় । সে নেপালের কৃষ্ণনগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছে বলে জানতে পেরেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, তাকে খুব দ্রুত গ্রেফতার করা হবে ।।