এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৬ মে : দত্তক নেওয়া ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে আসামের গুয়াহাটির এক চিকিৎসক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত দম্পতির নাম ওয়ালিউল ইসলাম (Waliul Islam) ও সঙ্গীতা দত্ত (Sangeeta Dutta) । ধৃত দম্পতির বিরুদ্ধে অভিযোগ,তারা প্রখর রোদের মধ্যে বাড়ি ছাদে ওই শিশুটিকে একটি লোহার পাইপের সঙ্গে রাখতেন । আশপাশের বাড়ি থেকে শিশুটির অসহায় অবস্থার ছবি তুলে কেউ সোশ্যাল মিডিয়ার পোস্ট করলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । পরে স্থানীয় এক ব্যক্তি এনিয়ে ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার রাতে ওয়ালিউল ইসলামকে বাড়ি থেকে গ্রেফতার করে গুয়াহাটির পল্টন বাজার থানা পুলিশ । পুলিশ তখন ওই চিকিৎসকের স্ত্রী সঙ্গীতা দত্তের নাগাল পায়নি,কারন তার আগেই তিনি পালিয়ে যান । পরে পুলিশ তাকেও গ্রেফতার করে । নির্যাতিত শিশুটিকে চাইল্ড লাইনের কাছে হস্তান্তর করা হয়েছে । এই ঘটনায় ওই দম্পতির তত্ত্বাবধায়ককেও পুলিশ আটক করেছে । ধৃতদের বিরুদ্ধে আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে । শনিবার বিকেলে ধৃতদের আদালতে তোলা হয় ।
জানা গেছে,আসামের গুয়াহাটি শহরের মণিপুর বস্তি এলাকায় একটা আবাসনে থাকে ওয়ালিউল ইসলাম ও তার স্ত্রী সঙ্গীতা দত্ত । তাদের দুজনেরই চিকিৎসক হিসাবে যথেষ্ট পরিচিতি আছে এলাকায় । শিশু অধিকার কর্মী এবং শিশু অধিকার সংস্থা ইউটিএসএএইচ-এর প্রধান, মিগুয়েল দাস কুয়াহ (Miguel Das Queah) বলেছেন,অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ছাদে শিশুটিকে প্রখর রোদের মধ্যে পাইপের সাথে বেঁধে রাখা হত । অনেক দিন থেকেই ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠছিল । কিন্তু কেউই ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ না জানানোয় তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছিল না । শেষ পর্যন্ত শুক্রবার এক প্রতিবেশী এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন । এটি একটি খুব ভাল উদ্যোগ ।’
তিনি আরও বলেন,’ওয়ালিউল ইসলামের পূর্ববর্তী বিয়ে থেকে শিশুটির জন্ম হয়েছে এবং সঙ্গীতা দত্তকে বিয়ে করার পর দত্তক নেওয়া হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে । বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।’ তিনি জানান,শিশুটিরও সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । অন্যদিকে সঙ্গীতা দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলেছিলেন যে কেউ তাদের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করেছে। তারা এমন কোনো কাজ করেনি। এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদিও পরে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন ।।