শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ ফেব্রুয়ারী : ‘দুয়ারে ডাক্তার’ শিবির আয়োজিত হল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রামপুর গ্রামে । একই ছাতার তলায় একাধিক ডাক্তার বাবুদের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার। রামপুর গুপ্ত পরিবারের চতুর্থতম লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মাঘী পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবার এই মহতী শিবিরের আয়োজন করা হয়। জেনারেল মেডিসিন, চক্ষু বিশেষজ্ঞ, স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ,হাড় ও শিরা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ সহ একাধিক বিভাগের বিশিষ্ট স্বনামধন্য ডাক্তারবাবুদের উপস্থিতিতে এই শিবিরের আয়োজন করা হয়। সুগার, ইসিজি , চক্ষু পরীক্ষা সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল। দুঃস্থ মানুষের বিনামূল্যে ঔষধ প্রদানের ব্যবস্থা করা হয়। নিজের এলাকায় বিনামূল্যে একাধিক চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন।
জানা গেছে, ভাতারের রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি ও রামপুর পল্লীমঙ্গল সেবা সমিতির অন্যতম সদস্য বিশ্বনাথ গুপ্তের ঐকান্তিক প্রচেষ্টায় সারা বছরই মানুষের পাশে দাঁড়াতে নানান সামাজিক কর্মকান্ডের আয়োজন করা হয় ।গুপ্ত পরিবারের অন্যতম সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত বলেন,’রামপুর সহ আশপাশের গ্রামগুলি প্রত্যন্ত গ্রামীন এলাকা। এই এলাকা থেকে সাধারণ গরিব মানুষ শহরে গিয়ে স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। তাই গ্রামীণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে তাদের সামান্যতম প্রয়াস। প্রচুর মানুষ তারা এই পরিষেবা গ্রহণ করছে এটা আমরা খুশি।’ আগামী দিনেও এইভাবে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে চান গুপ্ত পরিবারের সদস্যরা। গুপ্ত পরিবারের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন শিবিরে উপস্থিত চিকিৎসকেরা। সমাজে বিভিন্ন জায়গায় এই ধরনের মহতি শিবিরের প্রয়োজন বলে জানান তারা।।