এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৮ ফেব্রুয়ারী : শিলিগুড়ির মাটিগাড়ায় কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল চিকিৎসক। দাঁতের ব্যাথার চিকিৎসা করাতে যাওয়া ওই কিশোরীকে নিজের ক্লিনিকের গুপ্ত ঘরে নিয়ে গিয়ে তাকে মোহাম্মদ মিন্নাত হোসেন নামে ওই চিকিৎসক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ । পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে ।
জানা গেছে, মাটিগাড়া থানা এলাকাতেই বাড়ি নির্যাতিত থাকে নাবালিকার । আর ওই এলাকাতেই রয়েছে মোহাম্মদ মিন্নাত হোসেনের ক্লিনিক । মেয়েটি দাঁতের ব্যথায় ভুগছিল । রবিবার সন্ধ্যা নাগাদ তাকে ওই চিকিৎসকের ক্লিনিকে নিয়ে যায় পরিবারের লোকজন ।সেই সময় ওই চিকিৎসক মেয়েটিকে ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ।
কিশোরী কোনরকমে চিকিৎসকের কবল থেকে নিজেকে মুক্ত করে বাইরে এসে পরিবারের লোকজনদের ঘটনার কথা খুলে বলে । এরপর রাতেই মাটিগাড়ায় থানায় একটি অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার । সেই অভিযোগের ভিত্তিতে সোমবার গুণধর চিকিৎসক মহম্মদ মিন্নাত হোসেনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ । পরে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়
তবে এই প্রথম নয়, এর আগেও চিকিৎসক মিন্নাত হোসেনের বিরুদ্ধে একাধিকবার নাবালিকাদের সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে । পাশাপাশি রোগীদের সঙ্গে দুরব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ।।