এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান), ০৮ ফেব্রুয়ারী : ডাক্তারের প্রতীক লাগানো মারুতি সুজুকি গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে। পুলিশের একটি বাহিনী তখন নাকাচেকিংয়ে ব্যস্ত। গাড়ির চালক ভেবেছিলেন ‘চিকিৎসকের’ গাড়ি দেখে পুলিশ এমনিতেই ছেড়ে দেবে। কিন্তু কর্তব্যরত পুলিশকর্মীরা ওই গাড়ি থামিয়ে চেকিং শুরু করতেই তাদের চক্ষু চড়কগাছ। গাড়ির মধ্যে একাধিক জারে ভর্তি রয়েছে নিষিদ্ধ চোলাই মদ। নিষিদ্ধ চোলাই সহ ওই চারচাকা গাড়িটি আটক করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতারও করেছে। ধৃতদের নাম সাধন মণ্ডল ও অমল হালদার।জানা যায় সাধনের বাড়ি ভাতারের বসতপুর গ্রামে। অমলের বাড়ি মঙ্গলকোটের সুরুলিয়া।অমল ছিলেন ওই গাড়ির চালক। ধৃতদের কাছ থেকে প্রায় ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর সোমবার সন্ধ্যায় দিকে মঙ্গলকোট থানার পুলিশ যখন গুসকরা নতুনহাট রোডে নাকাচেকিং করছিল। তখন একটি চারচাকা গাড়ি গুসকরা মুখে যাচ্ছিল। ওই গাড়িতে ডাক্তারের প্রতীক লাগানো স্টিকার ছিল। প্রাথমিকভাবে দেখে কোনও চিকিৎসকের গাড়ি বলেই প্রথমে সন্দেহ হয় পুলিশের। তবু ওই গাড়ি থামিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা চেকিং শুরু করে। চেকিংয়ের সময় চোলাই মদের গন্ধও পাচ্ছিলেন পুলিশকর্মীরা।তারপর দেখা যায় একাধিক ব্যাগের মধ্যে রয়েছে চোলাই ভর্তি প্লাসটিকের জার। পুলিশ গাড়িটি আটক করেছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়। ওই গাড়িটির প্রকৃত মালিক কে তা খতিয়ে দেখছে পুলিশ।।