দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০২ ডিসেম্বর : কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্যানেল সংস্কারের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা । রবিবার আউশগ্রামে ব্লকের সুয়াতা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ক্যানেল সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশের পাশাপাশি ক্যানেলের পাড়ের গাছাপালা নির্বিচারে কেটে ফেলা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা । এনিয়ে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । এদিকে যে ঠিকাদার সংস্থা ওই ক্যানেল সংস্কারের কাজ করছে সেই সংস্থার তরফ থেকে অভিতাভ ঘোষ নামে জনৈক এক ব্যক্তি দাবি করেছেন,’নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয় । কাজ যথাযথই হচ্ছে । তবে গাছ কাটার বিষয়ে কিছু বলতে পারব না । ওটা দপ্তরের বিষয় ।’
জানা গেছে,বুদবুদের মানকর থেকে আউশগ্রামের মালিদাপাড়া পর্যন্ত গেছে ডিভিসির একটি সেচ ক্যানেল । বেশ কিছুদিন ধরে চলছে ওই ক্যানেল সংস্কারের কাজ । ক্যানেলের দু’পাশের পাড় কংক্রিট দিয়ে বাঁধানোর পাশাপাশি ক্যানেলের উপর পুরানো কালভার্টগুলি নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে । এদিন আউশগ্রাম ব্লকের সুয়াতা গ্রামের কাছে কাজ হচ্ছিল ।
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে কাজ শুরু হতেই সুয়াতা গ্রামের বেশ কিছু লোকজন ক্যানেলের কাছে এসে জড়ো হয় । তাঁরা ক্যানেল সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন । এরপর গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার লোকজনদের কাছে কাজের কাগজপত্র দেখতে চান । কিন্তু ঠিকাদারের লোকেরা কাগজপত্র দেখাতে রাজি না হলে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বেধে যায় । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । উত্তেজনার জেরে বন্ধ হয়ে যায় ক্যানেল সংস্কারের কাজ ।
আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মির্ধা বলেন,’প্রশাসনিকভাবে বলা হয়েছিল এলাকার তদারকি কমিটিকে কাজের বিষয়ে জানাতে হবে । কিন্তু ঠিকাদার সংস্থা কাজ নিয়ে কিছুই জানায়নি । তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । এছাড়া ক্যানেলের পাড়ের প্রায় ৬ হাজার পুরানো গাছ কেটে নিয়ে চলে গেছে ঠিকাদারের লোকজন । ওদের কাছে গাছ কাটার অনুমতিও ছিল না । আমরা এভাবে নির্বিচারে গাছ কাটা বরদাস্ত করব না ।’ গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে সেচ দফতরের দুর্গাপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিংয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,’ওই কাজ বিশ্বব্যঙ্ক দেখছে । আমি এনিয়ে কিছু মন্তব্য করতে পারব না ।’।