দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করল রোগীকল্যান সমিতি । বৃহস্পতিবার রোগীকল্যান সমিতির পক্ষ থেকে হাসপাতালে রোগীদের খাবারের মান খতিয়ে দেখা হয় । ছিলেন কাটোয়া মহকুমাশাসক জামিল ফতেমা জেবা, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, হাসপাতালের সুপার ডাঃ সৌভিক আলম । রোগীকে দেওয়া খাবার দেখেই তাঁরা নাক সিটকান । এই বিষয়ে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা দেখলাম রোগীদের যে খাবার দেওয়া হয়েছে তার মান খুবই খারাপ । এদিন রোগীদের জন্য মাছ বরাদ্দ থাকলেও ডিম দেওয়া হয়েছে দেখলাম । তাও আবার পচা ডিম । এনিয়ে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে । এর পরেও যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’
অন্যদিকে রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালে খাবার সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, ‘রোগীদের খারাপ খাবার দেওয়া হয় না ।’ মাছের পরিবর্তে ডিম দেওয়া ও পচা ডিম দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ বাজারে ভালো মাছ ছিল না । তাই রোগীদের ডিম দেওয়া হয়েছিল । রান্নার সময় কিছু ডিম ভেঙে যায় । তাই পচা বলে ওনারা ভুল করেছেন ।’।