দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ ফেব্রুয়ারী : পুরসভা নির্বাচনে প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে এবার ভাঙন ধরল শাসকদলে । সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়া পুর এলাকার শতাধিক তৃণমূল কর্মী যোগ দিল জাতীয় কংগ্রেসে । এদিনের এই দলবদলের ফলে শাসকদল যথেষ্ট চাপে পড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল ৷ পুরসভার ভোটের আগে পর্যন্ত যদি এই প্রবনতা অব্যাহত থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে খুব একটা সুখকর হবে না তা বলাই বাহুল্য ৷ যদিও প্রার্থী নির্বাচন নিয়ে কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,’প্রার্থী নির্বাচন সম্পূর্ণ দলের সিদ্ধান্ত । এখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনও অবকাশ নেই ।’
এদিন কাটোয়ার ১১ নম্বর ওয়ার্ডের পানুহাট আদর্শপল্লী এলাকায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছিল জাতীয় কংগ্রেস । কাটোয়া শহর কংগ্রেসের সভাপতি হরেন্দ্রনাথ ভক্ত, কাটোয়া মহকুমা সভাপতি জগদীশ কুণ্ডু, কংগ্রেস নেতা শুভাশিস সামন্ত, রণজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এদিন ১১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে প্রায় ৫০০ তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছে বলে দাবি করা হয়েছে । তৃণমূল থেকে সদ্য কংগ্রেসে আসা শিবু ঘোষ, সুমনকল্যাণ ঘোষরা সাফ জানিয়ে দিয়েছেন, ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ঘোষিত প্রার্থী তাঁদের নাপসন্দ বলেই দলত্যাগ করেছেন ।।