এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৭ ডিসেম্বর : তালেবানের জঙ্গি হাতে আটকের পর এক ব্যক্তির টুকরো টুকরো লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । শনিবার ৮ সোবাহ পত্রিকাকে জানায়, মোহাম্মদুল্লাহ নামে এক ব্যক্তিকে তালেবান গ্রেফতার করেছিল এবং গত সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ টুকরো টুকরো করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।।সূত্র আরও জানায়, মোহাম্মদুল্লাহ সামাঙ্গন প্রদেশের রুই দোয়াব জেলার নরোজ গ্রামের বাসিন্দা। তাকে তালেবান গোয়েন্দার সদস্য হাজি নাজমুদ্দিন খালেক গ্রেফতার করে । সামাঙ্গনের স্থানীয় তালেবান কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি।
উল্লেখ্য,তালেবানরা তিন বছরেরও বেশি সময় ধরে প্রাক্তন সামরিক কর্মী ও বেসামরিক ব্যক্তিদের গ্রেফতার ও হত্যা করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিয়াব প্রদেশের কায়সার জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা নাজিবুল্লাহ ও তার দেহরক্ষী নিজামউদ্দিন কায়সারিকে গুলি করে হত্যা করে। সূত্র জানায়, নজিবুল্লাহও একজন প্রাক্তন সৈনিক ছিলেন।।