এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ মার্চ : বিজেপিতে যোগদানের পরেই পুরনো দলে ভাঙন ধরাতে শুরু করলেন কাটোয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শ্যামল ঠাকুর । বুধবার তাঁর হাত ধরে পুর এলাকার ১১০ টি তৃণমূল কংগ্রেস সমর্থক পরিবার বিজেপিতে যোগদান করেছে বলে খবর । তার মধ্যে ১০ টি সংখ্যালঘু পরিবার রয়েছে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে । এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । প্রসঙ্গত, বিগত ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কাটোয়া পুরসভার ২০ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি ওয়ার্ডে বিজেপির কাছে হারতে হয়েছিল তৃণমূলকে । এরপর আগামী বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এই ভাঙনে অস্বস্তিতে শাসকদল নেতৃত্ব ।
কাটোয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শ্যামল ঠাকুর তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক তথা কাটোয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অমর রামের অনুগামী । গত ১০ মার্চ তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেন অমর রাম । মূলত কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরেই তিনি দলত্যাগ করেছেন বলে খবর । তৃণমূলের জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর পরে ওই দিনেই কলকাতায় বিজেপির সদর দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন অমর রাম । অমরবাবুর সঙ্গেই গেরুয়া শিবিরে নাম লেখান তাঁর দুই অনুগামী শ্যামল ঠাকুর ও কাটোয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর মন্ডল । বিজেপিতে যোগদানের সাত দিনের মাথায় পুরনো দলে ভাঙন ধরাতে শুরু করলেন শ্যামল ঠাকুররা ।
এদিন যোগদান উপলক্ষে কাটোয়া শহরের স্টেশন বাজারে বিজেপির জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ,অমর রাম,শ্যামল ঠাকুর,কাটোয়া নগর মণ্ডল সভাপতি অনুপ বোস প্রমুখ । তাঁরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।
কৃষ্ণ ঘোষ জানিয়েছেন,কাটোয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে ১০ টি সংখ্যালঘু পরিবারসহ মোট ১১০ টি তৃণমূল সমর্থক পরিবার এদিন বিজেপিতে যোগদান করেছে । পাশাপাশি তিনি বলেন, ‘বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল সরকার তোলাবাজ আর কাটমানির সরকার । তাই মানুষ নরেন্দ্র মোদিজীর উন্নয়নমূলক কাজকর্ম দেখে বাংলাকে সোনার বাংলা করার লক্ষ্যে বিজেপিতে দলে দলে যোগদান করেছেন ।’ পাশাপাশি কৃষ্ণবাবু দাবি করেন আগামী নির্বাচনে কাটোয়া বিধানসভায় বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী ।।