এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ অক্টোবর : ৫১ শক্তিপীঠের অন্যতম হল বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির। সেখানে প্রতিষ্ঠিত দেবীর জন্যে হাতে তৈরি একটি সোনার মুকুট উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুকুটই সস্প্রতি চুরি গিয়েছে । তা নিয়েই বাংলাদেশ সরকারকে ভারত কড়া বার্তা দেওয়ার পর তদন্তে নামতে বাধ্য হয় বাংলাদেশ পুলিশ । কিন্তু মুকুট উদ্ধার তো দূর অস্ত, মন্দিরের সিসিটিভি ক্যামেরায় চোরের চেহেরা স্পষ্ট ধরা পড়লেও তাকে এখনো গ্রেফতারই করেনি পুলিশ । উলটে মন্দিরের প্রধান পুরোহিত, সহকারী পুরোহিত, পরিচ্ছন্নতাকর্মীসহ মোট ৫ জন হিন্দুকেই আটক করেছে । এখানেই শেষ নয়, হিন্দুরা যাতে প্রতিবাদে সরব না হতে পারে সেই উদ্দেশ্যে কোনো এক অছিলায় জিহাদিদের দিয়ে মন্দিরে হামলা চালানো হয়েছে । বাংলাদেশের কট্টর ইসলামি সরকারের এই প্রকার ন্যাক্কারজনক পদক্ষেপে তাদের মানসিকতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে ।
দিন তিনেক আগে দুপুর আনুমানিক ২ টা নাগাদ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত সতীপীঠ যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদীর উপহারের ৫৮.৩২ গ্রাম ওজনের সোনার মুকুট চুরি করে নিয়ে যায় এক দুষ্কৃতী । কিন্তু দেবীর মুকুট চুরির ঘটনায় দেশ বিদেশে তোলপাড় শুরু হলেও বাংলাদেশ পুলিশের মধ্যে কোনো দেলদোল দেখা যায়নি । মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চুরির মুহুর্তের দৃশ্য । স্পষ্ট দেখা যায় চোরকে । সেই ভিডিও ভাইরালও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে । শেষ পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের কড়া বার্তার পর তদন্তে নামে বাংলাদেশের পুলিশ । ঘটনায় প্রায় ৩৫ ঘণ্টা পর মামলা হয় । কিন্তু প্রকৃত চোরকে ছেড়ে ৫ হিন্দুকে গ্রেফতার করেছে । এনিয়ে যাতে হিন্দুরা অসন্তোষ প্রকাশ না করতে পারে সেজন্য পরিকল্পিত ভাবে আজ সোমবার জিহাদিদের দিয়ে মন্দিরে হামলা চালানো হয়েছে । অভিযোগ তোলা হচ্ছে মন্দিরের ভিতর থেকে কেউ নাকি কটুক্তি করেছিল । তার জেরে আজ শতাধিক জিহাদি জড়ো হয়ে মন্দির প্রাঙ্গনে ঢুকে ব্যাপক উৎপাত করে । বাংলাদেশ পুলিশের এই প্রকার ন্যাক্কারজনক ষড়যন্ত্রে ব্যাপক ক্ষুব্ধ হিন্দুরা।
তবে বাংলাদেশের পুলিশের এই প্রকার ন্যাক্কারজনক কর্মকাণ্ড এই প্রথম নয় । ঢাকেশ্বরী মন্দিরেও যখন চুরি হয়, তখনও প্রশাসন বার বার মন্দিরের পুরোহিত ও মন্দিরের আবাসিকদের আটক করে চাপে রেখেছিলো। এবং তাতে করে মূল অপরাধীরা সহজেই পার পেয়ে গিয়েছিলো । তার কিছুদিন পর ময়মনসিংহের এক মন্দিরে চু রি করতে যেয়ে ধরা পরে নিজের থেকেই জানায়, তারাই ঢাকেশ্বরী মন্দিরে চু রি করেছিলো ।।