এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০২ ডিসেম্বর : জামাইবাবুর ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছিল বিশেষ চাহিদাসম্পন্ন ১৪ বছরের এক কিশোরী । চিকিৎসা করাতে গিয়ে বিষয়টি জানতে পেরে মেয়েটির গর্ভপাত করানোর জন্য নিয়ে গিয়েছিল পরিবারের লোকজন । কিন্তু গর্ভপাত করানোর পরেই মৃত্যু হল ওই কিশোরী ।পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ঘটনা । আজ বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত করানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের জামাইবাবু অভিযুক্ত সুজন সর্দারকে গ্রেফতার করেছে ।
মৃত কিশোরীর জ্যাঠার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে ধৃত সুজন সর্দারের । সে আউশগ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকত বলে জানা গেছে । পুলিশের কাছে অভিযোগে মৃত কিশোরীর পরিবার জানিয়েছে, সুজন ভয় দেখিয়ে সম্পর্কে শালী ওই কিশোরীকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করে যাচ্ছিল । বুধবার অসুস্থতার কারণে কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানায় যে সে চারমাসের অন্তঃসত্ত্বা । কিন্তু গর্ভের সন্তান মারা গেছে । এরপর বর্ধমানে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে কিশোরীর গর্ভপাত করানো হয় । কিন্তু বুধবার রাতে বাড়িতে আসার পর মেয়েটি মারা যায় । আজ বৃহস্পতিবার মৃত কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মৃতার জামাইবাবুকে গ্রেফতার করে । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত কিশোরীর পরিবারের লোকজন ।।