এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৩ ফেব্রুয়ারী : দক্ষিণ ২৪ পরগনা কুলতলিতে পাড়ার কাকুর লালসার শিকার হল এক প্রতিবন্ধী কিশোরী ৷ অভিযোগ,নাবালিকার বাবা ও মা ছিলেন বাইরে,দিদি গিয়েছিলেন ব্যাঙ্কে৷ অবশ্য বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে যান দিদি । বাড়িতে একাই ছিল ওই প্রতিবন্ধী কিশোরী । সেই সুযোগে বাড়ির সীমানা পাঁচিল টপকে বাড়িতে ঢোকে পাড়ার কাকু । তারপর সে কিশোরীকে সম্পূর্ণ নগ্ন করে পাশবিক অত্যাচার চালায় । এদিকে নাবালিকার চিৎকার শুনতে পেলে প্রতিবেশীরা ছুটে যায় । কিন্তু তারা গিয়ে দেখেন ঘরের সদর দরজায় তালা লাগানো৷ একজন প্রতিবেশী ব্যক্তি পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে সক্ষম হন । আর তিনি ঘরে মধ্যে দেখেন গিয়ে দেখেন ঘরের মেঝেতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়ে নির্যাতিতা কিশোরী । তার পাশেই রয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি।
জানা গেছে,ইতিমধ্যে বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায় । নির্যাতিতার দিদি ফোনে খবর পেতেই বাড়ি ফিরে আসেন । তিনি ঘরের দরজা খুললে অভিযুক্তকে গনধোলাই দেয় ক্ষিপ্ত জনতা । খবর পেয়ে কুলতলি থাকার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় আনে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।।