এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ আগস্ট : দিন কয়েক আগে বাংলাদেশের খুলনার পাইকগাছার দেবদুয়ার মালো পাড়ার বাসিন্দা দীপ্তি সরকার (১৮) নামে এক কলেজ ছাত্রী বিয়ে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । আর বাবা থানায় একটা নিখোঁজ ডাইরিও করেন । কিন্তু এখন জানা যাচ্ছে যে ওই তরুনী তার মুসলিম প্রেমিকের হাত ধরে পালিয়ে ধর্মান্তরিত হয়ে নিকাহ করেছেন । ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন পরিচয় ‘জান্নাতুল ফেরদৌসী (মাহী)’ ।
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের সনাতন ধর্মাবলম্বী সুব্রত সরকার ও রঞ্জিতা সরকারের কন্যা দিপ্তী সরকার । দীপ্তি দরগাহপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার গুনালী নলতা এলাকায় তার মামার বিয়েতে অংশ নিতে গিয়ে রাত দুইটার দিকে নিখোঁজ হয় সে। বিয়ে শেষে ফেরার সময় তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি । সেই সময় তরুনীর বাবা সুব্রত সরকার ও মা রঞ্জিতা সরকার জানান, দীপ্তি মামার বাড়ি বেড়াতে গিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে নিজে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এরপর থেকেই তার মোবাইল বন্ধ এবং কোন খোঁজ মিলছে না। তারা আশঙ্কা করেন, কেউ তাকে ফুসলিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে পারে।
বিয়ের অনুষ্ঠানে দীপ্তি তার মামা জয় বিশ্বাসের মোবাইল ফোন ব্যবহার করেছিল বলে জানিয়েছেন মামা উজ্জ্বল বিশ্বাস। এছাড়া আর কোনো সুনির্দিষ্ট সূত্র তাদের কাছে নেই। ঘটনার পর তালা ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেন দীপ্তির বাবা । অবশেষে তরুনীর বাবা-মায়ের আশঙ্কাই সত্যি হল ।।