এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জানুয়ারী : শনিবার বিকেলে মুর্শিদাবাদের (Murshidabad) নওদার (Naoda) সর্বাঙ্গপুর (Sarbangpur) এলাকায় রিন্টু বিশ্বাস(Rintu Biswas) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন । গ্রামের কালীপূজার বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি । শোভাযাত্রার কারনে এক তৃণমূল নেতার গাড়ি আটকে যায় । আর সেই অপরাধে বিনা প্ররোচনায় তৃণমূল নেতার গাড়ি থেকে বিসর্জনের শোভাযাত্রায় গুলি ছোড়া হয় বলে অভিযোগ । রিন্টু বিশ্বাসের বুকে গুলি লাগে । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এই ঘটনায় মূল আসামির নাম প্রকাশ্যে এনেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ (Shafiuzzaman Sheikh)গুলি চালিয়েছিল । পাশাপাশি তিনি পুলিশের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলেছেন । তাঁর অভিযোগ, ‘হিন্দুদের প্রতিবাদে পুলিশ বাধা সৃষ্টি করছে, ভিন্নমত দমন করতে হিন্দু পাড়ায় টহল দিচ্ছে’ ।
সর্বাঙ্গপুর গ্রামের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ লিখেছেন,’মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত সর্বাঙ্গপুর গ্রামে, তারা কালী পূজার বিসর্জনের শোভাযাত্রার সময়, যা আট বছর ধরে চলছে, টিএমসি ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ গুলি চালায়। একজনের বুকে গুলি লাগে। প্রকাশ্য দিবালোকে গুলি চালানো সত্ত্বেও পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি। পরিবর্তে, হিন্দুদের প্রতিবাদে বাধা দিতে পুলিশ বাধা সৃষ্টি করছে, ভিন্নমত দমন করতে হিন্দু পাড়ায় টহল দিচ্ছে।’
তিনি লিখেছেন,’মুর্শিদাবাদের পুলিশ কর্মকর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা অনুসারে পশ্চিমবঙ্গকে “পশ্চিম বাংলাদেশে” পরিণত করার এজেন্ডা নিয়ে কাজ করছে বলে মনে হচ্ছে৷ একদিকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অবাধ প্রবাহ, অন্যদিকে হিন্দুদের ওপর হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা।’
একই ঘটনায় ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন,’পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে সুপারি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিয়েছিলেন সেই লক্ষ্যে কাজ করছেন মুর্শিদাবাদের পুলিশ আধিকারিকরা। একদিকে অবাধে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকানো, অপরদিকে হিন্দুদের উপর হামলায় পুলিশি নিষ্ক্রিয়তা – মেরুদন্ড বিক্রি হয়ে গেছে পুলিশের।’।