এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৪ এপ্রিল : টানা কয়েকদিন ধরে বাংলায় তীব্র দাবদহ চলছে । বিশেষ করে দক্ষিণবঙ্গে দাবদহের প্রভাব তুলনামূলক ভাবে বেশি । এরই মাঝে লোকসভার ভোটের প্রচার সারতে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী,নেতা ও কর্মীদের । দিন দুয়েক আগে ভাতারে ভোটের প্রচারে এসে হাতপাখা বিলি করে গিয়েছিলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলিপ ঘোষে । পাশাপাশি তিনি দাবদহে শরীর ঠান্ডা রাখার কিছু টিপসও দিয়ে গিয়েছিলেন । দিলিপবাবু গ্রামবাসীদের পরামর্শ দিয়েছিলেন, ‘রোজ পান্তা ভাত খান আর প্রচুর জলপান করুন’ । গরমে ঠান্ডা রাখার এই পদ্ধতি তিনি নিজেও অনুসরণ করেন বলে জানিয়েছিলেন।
আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে পান্তা ভাত খাওয়ার ছবি পোস্ট করেছেন বিজেপি প্রার্থী দিলিপ ঘোষ । ছবির পাশাপাশি তিনি লিখেছেন,’কৈলাশে লম্বা সফরের আগে মেয়ে উমাকে পান্তা খাওয়ানর লোককথা বাংলায়। লম্বা গন্তব্যের আগে যাতে শরীর ঠান্ডা থাকে। গরমে আমিও পান্তাভাতের স্মরণাপন্ন হলাম। সঙ্গে ছিল মুচমুচে ছোট মাছ ভাজা, শাক এবং ছাঁচি পিঁয়াজ । গরমের তীব্র দাবদাহ থেকে বাঁচতে খান পান্তা ভাত । গ্রাম বাংলার আদি অকৃত্রিম খাবার, পুষ্টি, প্রোবায়োটিক, ভিটামিনে ভরপুর। পেটেরও শান্তি আর মনেরও।’
আজই মনোনয়ন জমা দিতে চলেছেন দিলিপবাবু । তার আগে তিনি হোম করেন । এই বিষয়ে দিলিপ ঘোষে লিখেছেন,’আজ মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে বর্ধমান বাসভবনে হোম সারলাম । গণতন্ত্র রক্ষার এবং ন্যায় প্রতিষ্ঠার আমাদের এই লড়াইও যুদ্ধের থেকে কম কিছু নয়। তৃণমূলকে উৎখাত করার যে যুদ্ধে আমরা নেমেছি তার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইলাম ।’।