এইদিন ওয়েবডেস্ক,ব্যারাকপুর,০২ মে : দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের খোশমেজাজে গল্প করার পর থেকেই রাজ্য বিজেপিতে তোলপাড় চলছে । ইতিমধ্যেই কোলাঘাটে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে । তার বিরুদ্ধে মুখ খুলেছেন সাংসদ সৌমিত্র খাঁ, তরুনজ্যোতি তিওয়ারিরা৷ পালটা জবাবও দিয়েছেন দিলীপ ঘোষ । বিজেপি নেতাদের আক্রমণ পালটা আক্রমণের মাঝে দিলীপ ঘোষকে নজিরবিহীন নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং । তিনি বলেছেন,’দলে থেকে দলকে ছুরি মারছেন উনি । আজ মুর্শিদাবাদে হিন্দু নিধন হচ্ছে আর উনি দুদিন পুরো নিউজটাকে খেয়ে গেলেন ।’
তিনি বলেন,’দিলীপ ঘোষকে পার্টি তৈরি করেছে । উনি জননেতা কোনদিন ছিলেন না। নিজের চারজন লোককে নিয়ে চা খাবেন আর নিজের লোককে শোনাবেন, আসলে উনি পার্টির ক্ষতি করেন । যখন কর্মীরা মার খায় তখন উনি বারমুডা পরে মাছ ধরেন । এতে পার্টির ক্ষতি হয়৷ মাঝে মাঝে উনি বলেন না আমার জন্যেই ১৮ টা সিট বিজেপি পেয়েছিল । কে উনি ? একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষের নাম করে । কটা লোক মিটিং শুনতে যায় দেখব । মানুষ যখন মার খাচ্ছে, তৃণমূল যখন হামলা করছে তখন উনি ছবি তোলেন ।’ অর্জুন সিং বলেন, ‘ওনাকে পার্টি যদি এতই গুরুত্ব দিত তাহলে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠাতো না। যদি পার্টির কাছে গুরুত্বই থাকতো যদি উনি হিন্দুত্বই করতেন তাহলে মুর্শিদাবাদে হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে আর উনি চা চক্র করছেন । ভোর বেলায় চারটে চ্যাংড়াকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । আর একটা মুসলমানকে নিয়ে উনি মন্দিরে চলে যাচ্ছেন, যদিও ওটা মন্দির নয় ।’ দিলীপকে নিশানা করে অর্জুন বলেন,আপনার বিয়েতে মমতা ব্যানার্জি ফুল পাঠাচ্ছেন । কিন্তু বিজেপি কর্মীরা জেল খাটছে কোনদিন গেয়েছেন তাদের খোঁজ নিতে? ব্যারাকপুর এর আদালতে গিয়ে কোন কর্মীর পাশে দাঁড়িয়েছেন ? কোনদিন কোন কর্মীকে ৫ টাকা দিয়েছেন ? আজ উনি পার্টির গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । পার্টির পয়সা নিয়ে উনি পার্টি করছেন। আর আমরা পকেটের পয়সা খরচা করে পার্টি করি । উনি বলছেন তো তৃণমূলের লোক বিজেপিতে আসে কামাবার জন্য । আরে, বাংলায় বিজেপিতে আছেটা কি যে আমরা কামাবো ? পার্টির পয়সা নিয়ে ওনারা বেঁচে থাকেন । আমরা পার্টির পয়সায় বেঁচে থাকি না । আমরা মানুষদের নিয়ে কাজ করি । পার্টির পয়সা কিভাবে চুরি করতে হয় তার কায়দায় উনি ভালো করে জানেন ।’ অর্জুন সিং-এর বক্তব্য শুনুন 👇
অর্জুন বলেন,’মমতার আঁচলের তলায় থেকে আমরা সিপিএমকে সরিয়েছিলাম। আর বিজেপির আঁচলের তলায় এসে আমরা মমতাকে সরাবো । আর সরাবার ক্ষমতা আমাদের আছে । কারণ আমরা মানুষদের নিয়ে রাজনীতি করি । আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করি । আমরা এটা করিনা টিকিট না পেলে হিন্দু জাগরণ মঞ্চের কোন নেতাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দাও । পরে তাকে নিয়ে ঘুরে বেড়াও ।’ তিনি বলেন,’আগে নিজে নেতা তৈরি হন৷ উনিতো পার্টির নেতা । পার্টি আজকে ছুড়ে ফেলে দিয়েছে, গাড়ি দিয়েছে বলে ঘুরে বেড়াচ্ছে । তা না হলে ঘুরে বেড়াত না । পার্টির পয়সা নিয়ে উনি ঘুরে বেড়ান । নিজের পকেট থেকে পাঁচ টাকা নিয়ে খরচ করে ঘুরে বেড়ান তো ।’
কোলাঘাটের বিক্ষোভ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ওনার বিরুদ্ধে গোটা বাংলায় মানুষের ক্ষোভ জমেছে। কারণ মানুষ যখন বিপদে পড়েছিল ২১ আর ২৪ এ, এন এইচ আর সি তখন সরাসরি ৪০ জনে নামে এফ আই আর করেছিল তখন তাদেরকে উনি প্রশংসা করেছিলেন । একটা কর্মীর পাশে উনি দাঁড়াননি। ২৪ এ বিজেপি কর্মীরা যখন মার খাচ্ছিল তখন উনি বারমুডা পড়ে মাছ ধরছিলেন । বিজেপি যদি ওনাকে বিশ্বাস করতো ওনাকে যদি হিন্দু হিসেবে মানতো তাহলে সরাতো না ।’ তিনি মমতা ব্যানার্জির পাশাপাশি দিলীপ ঘোষকে “ডুপলিকেট হিন্দু” বলে অবিহিত করেন।
অর্জুন সিং বলেন,’আমি তো তৃণমূল থেকেই বিজেপিতে এসেছি । উনি বলছেন জন্ম লগ্ন থেকেই বিজেপিতে ছিলেন৷ তারপরও বিজেপি তাকে বিশ্বাস করছে না । বিজেপি আমার ওপর বিশ্বাস করেই তো আমাকে দলে নিয়েছে । আমি বিজেপি করে তৃণমূলের বেশি ক্ষতি করছি বলেই তো আমার বিরুদ্ধে ১৭৬ টা মামলা হয়েছে । দিলীপ ঘোষ এর কাছে ফুলের তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে । দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধনে নিমন্ত্রণ করেছিল । আর আমাদের কাছে পুলিশের নোটিশ আসছে । তাই কে বিজেপির সঙ্গে আছে আর কে তৃণমূলের সঙ্গে আছে সেটা মানুষ ঠিক করবে । বাংলার মানুষ সব কিছু বোঝে ।’।
‘