এইদিন ওয়েবডেস্ক,দক্ষিন ২৪ পরগনা,২৪ ডিসেম্বর :
বৃহস্পতিবার দক্ষিন ২৪ পরগনার গঙ্গাসাগরে জনসভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের । তার আগে এদিন সকালে তিনি কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে দিয়ে আসেন । তারপর তিনি সাধারন মানুষের সঙ্গে ‘চায় পে চর্যায়’ অংশগ্রহন করেন । এলাকার সাধারন মানুষ তাঁকে কাছে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনান । এলাকাবাসীদের কাছ থেকে এলাকার সমুদ্র বাঁধ নিয়ে সমস্যার কথা শোনান দিলীপবাবুকে । স্থানীয়দের অভিযোগ, ভরা কোটালে এখানে বাঁধ বারে বারে ভেঙে এলাকা প্লাবিত হয়ে যায় । এই কারনে স্থানীয় বাসিন্দারা সাংসদ চৌধুরী মোহন জাটুয়া ও বিধায়ক বঙ্কিম হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
দেখুন ভিডিও :
এদিকে স্থানীয়দের কাছ থেকে সমুদ্র বাঁধের কথা শোনার পর সাগরের বোটখালি গ্রামে সমুদ্র বাঁধের অবস্থা খতিয়ে দেখতে যান দিলীপ ঘোষ । বাঁধ পরিদর্শনের পর দিলীপ ঘোষ বলেন, ‘এখানে তৃণমূল কোনও কাজ করে নি । বাঁধ সারাইয়ের টাকা, কংক্রিটের বাঁধ মেরামতির টাকা সব তছরুপ করা হয়েছে ।’ সেই সঙ্গে তাঁর অভিযোগ, ‘তৃণমূল সরকার রাজ্যবাসির সাথে প্রতারণা করছে, সরকারি সম্পত্তি ধ্বংস করছে ও সাধারন মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে ।’ পাশাপাশি রাজ্যে বিজেপির সরকার এলে মানুষের জন্য কি কি কাজ করবে তা জানান দিলীপবাবু ।।