এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ মার্চ : কলকাতার গার্ডেনরিচের নির্মীয়মান পাঁচতলা বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় এযাবৎ মৃত্যু হয়েছে ৯ জনের । সোমবার রাত প্রায় ৯টা অবধি উদ্ধার অভিযান চালিয়ে ১০ জনকে ভবনের ধ্বংসাবশেষ থেকে বের করেছে এনডিআরএফ । তাদের মধ্যে কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে এবং বাকিদের মেটিয়াবুরুজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখনও দু’জন ধ্বংসস্তুপের নিজে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । গার্ডেনরিচের নির্মীয়মান পাঁচতলা ভবন বিধ্বস্ত হওয়ার পর থেকেই একের পর এক অনিয়ম সামনে আসছে । প্রথমতঃ একটা ঘিঞ্জি এলাকায় পুকুর বুজিয়ে ভবন নির্মান এবং দ্বিতীয়তঃ দু’তলা ভিতের উপর ৫ তলা নির্মানের অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে । কিভাবে পুরসভার নাকের ডগায় ওই অবৈধ নির্মান হচ্ছিল তা নিয়ে একরাশ প্রশ্ন উঠছে । রাজ্যে ‘অবৈধভাবে নির্মিত বাড়ি, ফ্যাক্টরি, ব্রিজ ও বাজার’-এর পিছনে ‘ভিসিয়াস সার্কেলে’ ফাঁস করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । দিলীপবাবু “ব্যবসায়ী – রাজনৈতিক নেতা- প্রশাসনিক কর্তা’র একটা চক্র এঁকে লিখেছেন,’পশ্চিমবঙ্গের মানুষ একটি ভিসিয়াস সার্কেলে আটকে গেছে। যতদিন না এই রাজ্য থেকে তৃণমূল সরবে ততদিন ব্রীজ, বাড়ি, ফ্যাক্টরি, বাজার ভেঙে পড়বে, মানুষ মারা যাবেন।’ তাঁর অভিযোগ, ‘বারবার এরকম ঘটনা ঘটলেও কোনও তদন্ত হচ্ছে না, কেউ সাজা পাচ্ছে না। শাজাহানের অবৈধ মাছের বাজারের অনুমতি কারা দিল? ইলেকট্রিসিটি, জল অন্যান্য পরিষেবা যে সকল অফিসাররা পাইয়ে দিল তাদের কি কোনও শাস্তি হয়েছে ?’
এদিকে গার্ডেনরিচের পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনার পর টনক নড়েছে কলকাতা পুরসভার । জানা গেছে,কলকাতা পুরসভার তরফে সমস্ত বিভাগীয় কমিশনারকে এবং লালবাজারের তরফেও নির্মীয়মান ভবনের তৈরির নথি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণ,নির্মীয়মান এবং নির্মাণগতভাবে বিপজ্জনক মনে হচ্ছে এমন সমস্ত বাড়ির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।।