এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২২ ফেব্রুয়ারী : আনিসের মৃত্যু রহস্য চাপা দিতেই সিট গঠন করা হয়েছে বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । মঙ্গলবার সকালে বাঁকুড়ার মালপাড়া মোড়ে ‘চায়ে পে চর্চায়’ অংশগ্রহন করেন দিলীপবাবু । সেই সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । আনিস হত্যাকাণ্ডে সিট গঠন নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘নারদা-সারদাতেও সিট গঠন করা হয়েছিল । আসলে এখানে সিট গঠন করা হয় বাস্তবকে চাপা দেওয়ার জন্য । সত্য ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই এরাজ্যে সিট গঠন হয় । মমতা বন্দ্যোপাধ্যায় এসেও তার করছেন । তাঁর অফিসাররাও সেটাই করেছেন । তাই তাঁদের উপর কারোর বিশ্বাস নেই । তাই আনিস হত্যাকাণ্ডের সত্য সামনে আনতে সকলেই সিবিআই তদন্ত চাইছেন ।’
দিলীপবাবু বলেন, ‘পুলিশ হোক বা অন্য কেউ হোক দোষীরা শাস্তি পাক । আনিস বিভিন্ন সময় বিভিন্ন দল করেছেন । তাই এটা রাজনৈতিক হত্যাও হতে পারে । যেহেতু সে মুসলমান তাই এখন সবাই ঝাঁপিয়ে পড়েছে । কই আমাদের ৫০ জনের বেশি খুন হয়েছেন তখন তো কারোর মনে হয়নি এটা অমানবিক ঘটনা । তা সত্বেও আমরা চাই অপরাধীদের শাস্তি হোক ।’
সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে নতুন চিকিৎসকদের ‘চরক শপথ’ পাঠ করানো হয় । যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই শপথ এখনও বাধ্যতামূলক করেনি । তারপরেও কলকাতা মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে ওই শপথ পাঠ করানো হয় বলে অভিযোগ । যা নিয়ে সার্ভিস ডক্টরস ফোরাম সমালোচনায় সরব হয়েছে । এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন,’মানুষের দায়িত্ববোধ বৃদ্ধির জন্য শপথ করানো হয়। এতে মানুষের দায়বদ্ধতা বাড়ে। ডক্টরস ফোরাম চায়না বলে করা যাবে না তা তো হয় না । চিকিৎসকদের মনে হয়েছে শপথ গ্রহণের মাধ্যমে তাঁদের দায়বদ্ধতা বাড়বে তাই তাঁরা করেছেন । আপত্তি করা কিছু মানুষের ধর্মে পরিনত হয়েছে ।’
দলের রাজ্য ও জেলা স্তরের সাংগঠনিক পদে অদলবদল নিয়ে আভ্যন্তরীণ অসন্তোষের প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন,’বিধানসভা নির্বাচনের পর আমাদের দলের সংগঠনে বিরাট পরিবর্তন করা হয়েছে। তা নিয়ে হয়তো অনেকে সন্তুষ্ট হয়নি । তবে ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে ।’সেই সঙ্গে তিনি বলেন,’পুরসভার ভোটে মানুষ যাতে ভোট দিতে না পারেন তার জন্য শাসক দল লোককে ভয় দেখাতে শুরু করেছে । আমরা চেষ্টা করব মানুষ যাতে ভোট দিতে পারে এবং ফলাফল ঠিকমতো হয় ।’।