এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ নভেম্বর : বিধানসভার উপনির্বাচনে আলিপুরদুয়ারের মাদারিহাট আসনটি হাতছাড়া হয়েছে বিজেপির । আর এই পরাজয়ের জন্য ইতিমধ্যেই মনোজ টিগ্গার বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলা । তবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মাদারিহাটের পরাজয়ের জন্য তৃণমূলের সন্ত্রাস ও ভোট কারচুপিকে দায়ি করেছেন । একটি সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেলের সাথে সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন,’উপ-নির্বাচনে, টিএমসি ভোট প্রক্রিয়ায় কারচুপি করার জন্য পুলিশ এবং নির্বাচন কমিশনের উপর তার প্রভাব ব্যবহার করে। বিজয় নিশ্চিত করার জন্য তারা ব্যাপক অনিয়ম, জালিয়াতি, ভীতি প্রদর্শন ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। বিগত নির্বাচনগুলোতেও এটি একটি পুনরাবৃত্ত প্যাটার্ন ছিল ।’ তবে তিনি আশাবাদী যে স্বাভাবিক নির্বাচনে ফের মাদারিহাট আসনটিতে জিতবে বিজেপি ।।