প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ এপ্রিল : বিজেপি তাদের প্রার্থী অমৃতা রায় কে কৃষ্ণনগরের ’রাজমাতা’ বলে প্রচার চালাচ্ছে। তা নিয়ে রুষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কৃষ্ণনগরের সভা থেকে বলেন,’যিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাঁর ইতিহাস ঘাঁটলে কিন্তু ওরা বিপদে পড়বে“।রাজমাতা প্রার্থীকে নিয়ে চলা এমন রাজনৈতিক উত্তাপের মাঝেই এদিন বর্ধমান মহারাজাকে সন্মান জানাতে গিয়ে আর এক আজব ঘটনা ঘটিয়ে বসলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই ঘটনার জেরে ফের বিতর্কের মুখে পড়েছেন বর্ধমান- দুর্গাপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী বিজেপির হেভিওয়েট প্রার্থী ।
বর্ধমান সোনাপট্টি এলাকায় রয়েছে বর্ধমানে এককালের রাজাদের রাজবাড়ি । তার সামনেই রয়েছে রাজপরিবারের ঘনিষ্ট বনবিহারী কাপুরের মূর্তি! রবিবাসরীয় সকালে ভোটের প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ সেখানে পৌছে যান । ওই মূর্তিটিকে বর্ধমান মহারাজা উদয়চাঁদের মূর্তি ভেবে তাতে মালা পরিয়ে দেন দিলীপ ঘোষ ।এমন কি তিনি মহরাজ উদয়চাঁদ অমর রহে’বলে স্লোগান দিয়ে বসেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দিলীপ ঘোষ ভুল করছেন বুঝো দলের কয়েকজন তাঁকে সঠিকটা জানান।তখন দিলীপ ঘোষ বলেন,এখানে আবার কাপুর এলো কোথা থেকে? দিলীপ ঘোষ নিজের ভুল বুঝতে পারলেও তাঁর এই ভুল নিয়ে বিতর্ক এখন তুঙ্গে উঠেছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,উনি বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। যিনি গরুর দুধে সোনা খুঁজে পান তাঁর কাছে এটাই স্বাভাবিক। ওরা বাংলার মণীষীদের চেনেন না। এইসব ভুল আরো সহ্য করতে হবে বর্ধমানের মানুষদের।
কিন্তু কে এই বনবিহারী ? ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছে, বনবিহারী কাপুর জ্যোতিষী ছিলেন।তাঁর বাড়ি ছিল পূর্ব বর্ধমানের গলসীর কাছে।তার পুত্র বিজয়চাঁদকে দেখে রাজা আফতাবচাঁদের মহিষীর দত্তক নেবার ইচ্ছে জাগে।বিনিময়ে রাজ এস্টেট দেখাশুনার দায়িত্ব পান বনবিহারী। বিজয়চাঁদের জন্ম ১৮৮১ খ্রীস্টাব্দে। রক্তের সম্পর্কে বনবিহারী কাপুর তার দাদু। আফতাবচাঁদ মারা গেলে তাকে ১৮৮৭ তে রাজা হিসেবে বসান হয়।তখন অবশ্য তিনি নাবালক। ওই সময় রাজবাড়ির এস্টেটে দেখাশুনা করতেন বনবিহারী । তিনি সম্মানের সঙ্গে কাজ করে মারা গেলে রাজবাড়ি চত্বরে তার একটি মূর্তি বসানো হয়।১৯৪৩ সালে রাজা হিসেবে অভিষেক হয় বিজয়চাঁদের পুত্র উদয়চাঁদের’। বর্ধমানবাসীর মতে এই ইতিহাস গুলিয়ে ফেলেই দিলীপ ঘোষ এদিন রাজ পরিবারের ঘনিষ্টকে রাজা ভেবে বসেন।।