এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ব্যাপক ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে । ডায়রিয়া আক্রান্ত বহু রোগী ভর্তি হয়েছে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । বিগত দু’দিনে মন্তেশ্বরের উত্তরপাড়ায় প্রায় ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে । আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে । এদিকে রোগীর এতটাই চাপ বেড়ে গেছে যে একটা বেডে ২ থেকে ৩ জন করে রোগীকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে ঠিক কি কারনে ওই এলাকায় ডায়রিয়া ছড়াল তা স্পষ্ট নয় । হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিকভাবে অনুমান জল নয়,বরঞ্চ কোনো খাবার থেকেই এই উপসর্গ ছড়িয়েছে । এই বিষয়ে হাসপাতালের বিএমওএইচ পার্থসারথী ভান্ডা জানান,তিনদিন আগে ওই এলাকার একটি অনুষ্ঠান ছিল । অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল । মনে করা হচ্ছে খাবারের মেনুতে থাকা পায়েস থেকেই ডায়রিয়া ছড়িয়েছে ।
হাসপাতাল সূত্রে খবর,বিগত দু’দিন ধরে মন্তেশ্বরের উত্তরপাড়ার বাসিন্দাদের বমি,পায়খানা,পেটে ব্যাথা প্রভৃতি উপসর্গ দেখা দেয় । গত বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে ৷ একের পর এক রোগীকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । তাদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয় । স্বাস্থ্যপ্রতিনিধি দল এলাকায় গিয়ে ১৮ জনের চিকিৎসা করে। এছাড়াও অন্যান্য জায়গা থেকে আরও ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন । সুস্থ হয়ে যাওয়ার পর কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে । কিন্তু ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মাত্র ৫ জন চিকিৎসককে রোগীদের পরিষেবা দিতে গিয়ে কার্যত নাকানিচুাবানী খেতে হচ্ছে । ব্লক মুখ্য স্বাস্থ আধিকারিক জানিয়েছেন, পায়েসসহ অনুষ্ঠানে দেওয়া জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।।