ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং ।
কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালা বিভূষিতাম্ ।।
সদ্যশ্ছিন্ন শিরঃ খড়্গ বামাধোর্দ্ধ করাম্বুজাম্ ।
অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোর্দ্ধাধ পাণিকাং ।।
মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীং ।
কণ্ঠাবসক্তমুণ্ডালী গলদ্রুধির চর্চ্চিতাং ।।
কর্ণাবতংসতানীত শরযুগ্ম ভয়ানকাং ।
ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নত পয়োধরাং ।।
শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীং ।
সৃক্কদ্বয় গলদ্রক্ত ধারা বিস্ফুরিতাননাং ।।
ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীং ।
বালার্কমন্ডলাকার লোচনত্রিতয়ান্বিতাং ।।
দন্তুরাং দক্ষিণব্যাপি লম্বমান কচোচ্চয়াং ।
শবরূপ মহাদেব হৃদয়োপরি সংস্থিতাং ।।
শিবাভির্ঘোর রাবাভিশ্চতুর্দিক্ষু সমন্বিতাং ।
মহাকালেন চ সমং বিপরীত রতাতুরাং ।।
সুখপ্রসন্নবদনাং স্মেরানন সরোরুহাং ।
এবং সঞ্চিন্তয়েৎ কালীং সর্ব্বকাম সমৃদ্ধিদাং ।।
বাংলা অনুবাদ :-
যিনি ভীষণ ভয়ঙ্কর বদনা,মুক্তকেশী,চতুর্ভুজা,
অপ্রাকৃত মুণ্ডমালা বিভূষিত তিনি ই দক্ষিণা কালিকা
যাহার বাম দিকের ঊর্দ্ধ ও নিম্ন হস্তে ক্রমান্বয়ে
সদ্য ছিন্ন মুণ্ড ও খড়্গ আছে ,দক্ষিণ দিকের ঊর্দ্ধ ও নিম্ন হস্তে ক্রমান্বয়ে অভয় ও বরমুদ্রা রহিয়াছে
যিনি মুক্তবসনা ,মহামেঘের মতো কৃষ্ণবর্ণা , যাহার
কণ্ঠসংলগ্ন মুণ্ডমালা হইতে বিগলিত রক্তে সর্ব্বাঙ্গ
অনুলিপ্ত
দুটি শরকে (বাণ) কর্ণের আভরণ করিয়া যিনি
ভয়ঙ্কর হইয়াছেন ; যাহার দন্ত ও মুখবিবর ভয়ঙ্কর ;
যাহার স্তনযুগল স্থূল ও উন্নত
যিনি শবদিগের করসমূহ দ্বারা নিজ কটিভূষণ
রচনা করিয়া হাস্যমুখী হইয়াছেন, যাহার মুখের
দুই পার্শ হইতে রক্তধারা বহিতেছে , যাহার মুখ
মন্ডল (ক্রোধে) বিস্ফোরিত
যাহার রব ভয়ঙ্কর, যিনি অত্যন্ত উগ্রমূর্ত্তি ,যিনি
শ্মশানে (পরব্রহ্মে ) বাস করেন ; উদীয়মান
সূর্য্যের মত রক্তবর্ণ যাহার তিনটি নয়ন
যাহার দন্ত উন্নত , যাহার কেশরাশি দক্ষিণ
অঙ্গ ব্যাপিয়া প্রলম্বিত , যিনি শবরূপী মহাদেবের
হৃদয়োপরি অবস্থিতা
যিনি ভয়ঙ্করশব্দকারী শৃগালগণ দ্বারা চতুর্দিকে
পরিবেষ্টিতা ; যিনি মহাকলের (ধ্বংশের) বিপরীতে
(সৃষ্টিতে) ক্রীড়ারত
যাহার মুখ সুখপ্রসন্ন,যাহার কমলের ন্যায় মুখমন্ডল ঈষৎ হাস্যযুক্ত,সেই সর্ব্বকামনা পূরণকারী, সমৃদ্ধিদাত্রীকে এইরূপে সম্যকভাবে ধ্যান করিবে ।