এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ জুলাই : মৃত্যু হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের । আজ মঙ্গলবার সকাল ৬টা ২৫ নাগাদ কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিলেন ৬১ বছর বয়সী বিষ্ণুপদবাবু । গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার বিকেল তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল । ওই দিন রাতেই তাঁর অস্ত্রপচার করা হয় । কিন্তু এদিন ভোর ৩ টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । বিজেপি বিধায়কের মৃতদেহ ধূপগুড়িতে এনে সৎকার করা হবে বলে জানা গেছে ।
এদিকে দলীয় বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে দলীয় বিধায়কে শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘ধূপগুড়ির বিধায়ক ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী নেতৃত্ব শ্রী বিষ্ণুপদ রায় মহোদয়ের প্রয়াণে আমি ব্যথিত, শোকাহত। হৃদরোগের সমস্যা নিয়ে পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমি ওনার পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধবদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি । ওঁ শান্তি ।’
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন,’ধূপগুড়ির বিজেপি বিধায়ক শ্রী বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়ানে আমি অত্যন্ত শোকাহত। ওঁনার আত্মার সদগতি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই ।’।