এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ মে : কেরালায় ভিন ধর্মের মেয়েদের ধর্মান্তরিত করে সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে বাধ্য করার গল্প অবলম্বনে নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ চলচিত্রকে পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । যখন এনিয়ে সরগরম রাজ্য রাজনীতি তখন এক চাঞ্চল্যকর দাবি করেছে ‘হিন্দু ভয়েস'(Hindu voice) নামে একটি হিন্দুত্ববাদী মিডিয়া হাউস । ওই মিডিয়া হাউসের টুইটার হ্যান্ডেলে হুগলি জেলার ধনেখালির বাসিন্দা এক হিন্দু তরুনীর বাড়ি থেকে পালিয়ে বাংলাদেশ চলে যাওয়া এবং কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন বাংলাদেশ জামাত-উল-মুজাহিদীনে (জেএমবি) যোগ দেওয়ার দাবি করা হয়েছে ।
বলা হয়েছে,পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালির বাসিন্দা ওই তরুনীর নাম প্রজ্ঞা দেবনাথ । তিনি ধনেখালী কলেজের সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন । ২০১৬ সালে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । পরে পরিবারের সদস্যরা জানতে পারেন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়েছেন প্রজ্ঞা । সেখানে নব্য-জেএমবি সদস্যের সঙ্গে তার বিয়ে হয় । যদিও ২০২০ সালের জুলাই মাসে প্রজ্ঞাকে বাংলাদেশের ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ । তারপর থেকেই জেলবন্দি রয়েছেন ওই তরুনী ।
‘হিন্দু ভয়েস’-এর তরফ থেকে এই ঘটনা প্রসঙ্গে একাধিক টুইট করা হয়েছে । একটি টুইটে বলা হয়েছে,ঢাকা পুলিশ জানিয়েছে প্রজ্ঞা দেবনাথ নামে ওই তরুনী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন । তার নতুন নাম আয়েশা জান্নাত মোহনা। প্রজ্ঞা ওরফে আয়েশা জান্নাত নব্য জেএমবির এক জিহাদীকে বিয়ে করেন । তিনি নব্য জেএমবির মহিলা শাখার প্রধান ছিলেন ।
দাবি করা হচ্ছে,ওই হিন্দু তরুনী বাংলাদেশ পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি ২০০৯ সালে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলে । তারপর থেকে তিনি ইসলাম ধর্ম মেনে আসছিল। এরপর জিহাদ করতে বাংলাদেশে যান ।এদিকে ওই মিডিয়া হাউসের ওই টুইটটি আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । আজ মঙ্গলবার পর্যন্ত ৭১.৮ কে ভিউ হয়েছে এবং এক হাজারের উপর কমেন্ট করা হয়েছে ।।