দুর্গাসপ্তশতী বা দেবীমাহাত্ম্য মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ যা দেবী মহামায়ার লীলা ও শক্তি বর্ণনা করা আছে । এর ৮১ থেকে ৯৩তম অধ্যায়গুলি এই অংশটি নিয়ে গঠিত এবং এতে মোট সাতশত মন্ত্র রয়েছে, যার কারণে এটি ‘দুর্গাসপ্তশতী’ নামে পরিচিত।
দেবীমাহাত্ম্যের ৮তম অধ্যায়ে দেবী কর্তৃক অসুরদের বিনাশের একটি অংশ বর্ণিত হয়েছে। এটি মূলত দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত।
এই অধ্যায়ে দেবী দুর্গা কীভাবে তাঁর ঐশ্বরিক শক্তি ব্যবহার করে অসুরদের বিনাশ করেন এবং কীভাবে মানবজাতিকে রক্ষা করেন, তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ে, দেবী স্বয়ং অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাঁদের ধ্বংস করে জগতে শান্তি ও ধর্ম পুনঃস্থাপন করেন। এটি দুর্গা পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর মন্ত্রগুলির পাঠ শক্তি ও আধ্যাত্মিক বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রসূ।
।। রক্তবীজবধো নাম অষ্টমোধ্যায় ॥
ধ্যানং
অরুণাণ করুণা তারাঙ্গিতাক্ষিণ ধৃতপাশাংকুশ পুষ্পবাণচাপাম্ ।
অণিমাধিভিরাবৃতং ময়ূখই রহমিত্যেব বিভবয়ে ভবানীম ॥
।। ঋষিরুবাচ ॥১॥
চন্ডে চা নিহাতে দৈত্যে মুণ্ডে চা বিনিপাতিতে।
বহুতেষু চ সৈন্যেষু ক্ষয়িতেশ্বসুরেশ্বরঃ ॥ ২।।
ততাঃ কপাপরাধিনাছেতাঃ শুম্ভঃ প্রতাপবন।
উদ্যোগং সর্ব সৈন্যনাম দৈত্যনামাদিদেশ হা ॥৩॥
আদ্য সর্ব বলৈরদৈত্যঃ ষষঃশিতিরুদয়ুধঃ।
কম্বুনাম চতুরাশিতির্নির্য়ন্তু স্ববলৈর্বর্তঃ ॥৪॥
কোটিবীর্য়াণি পংচাশদসুরাণাং কুলানি বৈ ।
শতং কুলানি ধৌম্রাণাং নির্গচ্ছংতু মমাজ্ঞয়া ॥৫॥
কালকা দৌরহর্দা মৌরভাঃ কৌইকেয়াস্তথাসুরাঃ।
যুদ্ধয়া সজ্জা নির্য়ন্তু আজ্ঞায়া ত্বরিতা মাম ॥৬॥
ইত্যজ্ঞাপ্যসুরাপতিঃ সুম্ভো ভৈরবশাসনঃ।
নির্জগমা মহাশৈন্যসহস্ত্রৈর্ভূভির্বৃতাঃ ॥৭॥
অয়ন্তং চণ্ডিকা দ্রৃষ্টভা তৎসৈন্যমতিভীষণম্।
জ্যাশ্বনৈঃ পুরায়মাসা ধরণীগগনান্তরম ॥৮॥
ততাহঃসিংহো মহানাদমাতিব কৃত্বান্নৃপ।
ঘাঁটাস্বনেনা তনাদনাম্বিকা চোপব্রহ্য়ত ॥৯॥
ধনুর্জ্যসিংহঘণ্টানানা নাদাপুরিতাদিনমুখ।
নিনাদৈরভীষণাইঃ কাঁই জিগ্যে বিস্তারিতনানা ॥১০॥
তং নিনাদমুপাশ্রুত্য দৈত্য সৈন্যইশ্চতুর্দিশম।
সিংহস্তথা কাঢ়ি সরোষইঃ পরিবর্তিতঃ ॥১১॥
তেসমিনান্তরে ভূপ বিনাশয় সুরদ্বিষাম।
ভবয়ামরসিংহনামাতিভির্যবলান্বিতঃ ॥১২॥
ব্রহ্মেষগুহবিষ্ণুনং তথেন্দ্রস্য চ শক্তিঃ।
শরীরীরেভ্যোবিনিষ্ক্রম্য তদ্রূপৈশ্চণ্ডিকাং যয়ুঃ ॥১৩॥
যস্য দেবাস্য যদ্রুপং যথা ভূষণাভনম্।
তদ্বদেব হি তচ্চক্তিরসুরান্যোদ্ধুমায়ামৌ ॥১৪॥
হংসায়ুক্তবিমানাগ্রে সাক্ষসুত্রক মানডলুঃ।
আয়াতা ব্রহ্মণঃ শক্তিব্রহ্মণি ত্যবিধায়তে ॥১৫॥
মহেশ্বরী বৃষারুদহা ত্রিশূলভারধারিণী।
মহাহিবালয় প্রপ্তচন্দ্রেরেখাবিভূষণা ॥১৬॥
কৌমারী শক্তিহস্তা চ ময়ূরবরাভানা।
যোদ্ধুমাভ্যায়ু দৈত্যনাম্বিকা গুহারূপিণী ॥১৭॥
তথৈব বৈষ্ণবী শক্তিগারুড়োপরি সংস্থিতা।
শঙ্খচক্রগধশাংখর খড়গহস্তাভ্যুপায়ু ॥১৮॥
যজ্ঞভারহমতুলং রূপং ইয়া বিভ্রতো হারেঃ।
শক্তিঃ সাপ্য্যায়ু তত্র ভারাহীং বিভারতি তনুম্ ॥১৯॥
নরসিংহী নৃসিংহস্য বিভ্রতি সদৃশঃ বপুঃ।
প্রাপতা তত্র সটাক্ষেপাক্ষিপ্তানক্ষত্র সংহতিঃ ॥২০॥
বজ্র হস্তা তথৈবৈংদ্রী গজরাজো পরিস্থিতা ।
প্রাপ্তা সহস্র নযনা যথা শক্রস্তথৈব সা ॥২১॥
ততঃ পরিবৃত্তস্তাভিরীশানো দেব শক্তিভিঃ ।
হন্য়ংতামসুরাঃ শীঘ্রং মম প্রীত্য়াহ চংডিকাং ॥২২॥
ততো দেবী শরিরাত্তু বিনিসংক্রান্তাতিভীষণা।
চণ্ডিকা শক্তিরতুগ্রা শিবাশতানিনাদিনী ॥২৩॥
সা চাহা ধুমরাজাটিলাট ঈশানমপরাজিতা।
দূতত্বং গচ্ছ ভগবান পরশবং শুম্ভনিশুম্ভয়োঃ ॥২৪॥
ব্রুহি শুম্ভম নিশুম্ভং চ দানবতীগর্বিতাঃ।
ইয়ে চান্যে দানবস্তত্র যুদ্ধায় সমুপস্থিতাঃ ॥২৫॥
ত্রৈলোক্যমিন্দ্রো লভতাঃ দেভাঃ সন্তু হবিরভুজঃ।
য়ূয়ং প্রয়াতা পাততাঃ যদি জীবতুমিচ্ছথা ॥২৬॥
বলাবলেপাদথ চেদ্ভবংতো যুদ্ধকাংক্ষিণঃ ।
তদা গচ্ছত তৃপ্য়ংতু মচ্ছিবাঃ পিশিতেন বঃ ॥২৭॥
যতো নিযুক্তো দৈত্যেন তায় দেব্য শিবঃ স্বয়ম।
শিবদুতি লোকে’স্মিষ্টাতঃ সা খেয়াতি মাগতা ॥২৮॥
তে’পি শ্রুতভা বচো দেব্যঃ শার্বাখ্যতঃ মহাসুরাঃ।
অমরসাপুরিতা জগমুর্যত্র কাত্যায়নী স্থিতা ॥২৯॥
ততাঃ প্রথমামেভগ্রে শারশক্ত্যমৃষ্টীভিঃ।
ববর্ষরুদ্ধতামর্শঃ স্তৱ দেবীমামরায়ঃ ॥৩০॥
সা চা তন প্রহিতান বানান চুলশক্তিপরশবধান।
চিচ্চেদা লীলয়ধম্মাতধনুরমুক্তিরমহেষুভিঃ ॥৩১॥
তস্যগ্রাতস্তথা কাহি শূলপাতাবিদারিতান।
খাটবংগপোথিতাংসচারিঙ্কুর্বন্তি ব্যাচারত্তদা ॥৩২॥
কামণ্ডালুজলক্ষেপাহাতাভির্যন হাতৌজসাঃ।
ব্রহ্মণি চাকরোচছাত্রুণ্যেন য়েনা স্মা ধাবতী ॥৩৩॥
মহেশ্বরী ত্রিশূলেনা তথা চক্ররেণ বৈষ্ণবী।
দৈত্যজঘনা কৌমারী তথা সত্যতি কৃপানা ॥৩৪॥
ঐন্দ্রি কুলিশাপতেনা শতাশো দৈত্যদানবঃ।
পেতুর্ভিদারিতাঃ পৃথব্যং রুধিরৌগপ্রবর্তিণাঃ ॥৩৫॥
তুংডপ্রহরবিধ্বস্ত দাশষ্ট্রা গ্রক্ষত বক্ষসঃ।
ভারাহামূর্ত্য ন্যাপতংশ্চক্রেণ চ বিদারিতাঃ ॥৩৬॥
নখৈরবিদারিতানশ্চান্য ভক্ষ্যন্তি মহাসুরান।
নরসিংহী চাচারাজৌ নাদ পূর্ণাদিগম্বরা ॥৩৭॥
চংডাট্টহাসৈরসুরাঃ শিবদূত্যভিদূষিতাঃ ।
পেতুঃ পৃথিব্য়াং পতিতাংস্তাংশ্চখাদাথ সা তদা ॥৩৮॥
ইতি মাতৃ গণং ক্রুদ্ধং মর্দ যংতং মহাসুরান্ ।
দৃষ্ট্বাভ্য়ুপায়ৈর্বিবিধৈর্নেশুর্দেবারিসৈনিকাঃ ॥৩৯॥
পলাযনপরাংদৃষ্ট্বা দৈত্য়ান্মাতৃগণার্দিতান্ ।
যোদ্ধুমভ্য়াযয়ৌ ক্রুদ্ধো রক্তবীজো মহাসুরঃ ॥৪০॥
রক্তবিন্দুর্যদা ভুমৌ পাতাত্যস্য শরীরতঃ।
সমুত্পাততি মেদিন্যং তত্প্রমাণো মহাসুরঃ ॥৪১॥
যুযুধে সা গধপাণিন্দ্রশাক্তা মহাসুরঃ।
ততাশ্চইন্দ্রী স্বভাজ্রেণ রক্তবীজমাতাডয়ত ॥৪২॥
কুলিসেনাহতস্যু বহু সুশ্রাব শোণিতম্।
সমুত্তস্থুস্তো যোধাস্তদ্রপাস্তত্পরক্রমঃ ॥৪৩॥
যবন্তঃ পতিতাস্তস্য শরীরাদ্রক্তবিন্দবঃ।
তাবন্তঃ পুরুষা জাতিঃ স্তাদ্বির্যবলবিক্রমঃ ॥৪৪॥
তে চাপি যুয়ুধুস্তত্র পুরুষা রক্ত সংভবাঃ ।
সমং মাতৃভিরত্য়ুগ্রশস্ত্রপাতাতিভীষণং ॥৪৫॥
পুনাশ্চ বজ্র পাতেনা ক্ষত মশ্য শিরো ইয়াদা।
ববাহ রক্তঃ পুরুষষাস্ততো জাতঃ সহস্রশঃ ॥৪৬॥
বৈষ্ণবী সমরে চৈনং চক্রেনাভিজাঘনা হা।
গদায়া তাদয়ামাসা ঐন্দ্রি তমসুরেশ্বরম্ ॥৪৭॥
রুধিরাশ্রবের চক্রবিন্নস্যা প্রকাশ পায়।
সহস্রশো জগদ্ব্যাপ্তং তত্প্রমাণৈরমহাসুরাইঃ ||৪৮||
শাক্তা জঘনা কৌমারী ভারাহী চা তথাসিনা।
মহেশ্বরী ত্রিশূলেনা রক্তবীজং মহাসুরাম ॥৪৯॥
স চাপি গদয়া দৈত্য়ঃ সর্বা এবাহনত্ পৃথক্ ।
মাতৄঃ কোপসমাবিষ্টো রক্তবীজো মহাসুরঃ ॥৫০॥
তস্য়াহতস্য় বহুধা শক্তিশূলাদি ভির্ভুবিঃ ।
পপাত যো বৈ রক্তৌঘস্তেনাসংচতশোঽসুরাঃ ॥৫১॥
তৈশ্চাসুরাস্রক্ষাম্ভুতৈরসুরাইঃ সকলং বিশ্ব।
ব্যাপ্তমাসিত্ততো দেবা ভয়মাজগমুরুত্তমম্ ॥৫২॥
তান বিষ্ণা ন সুরান দৃষ্টভা চণ্ডিকা প্রহসত্ত্বরম।
উভাচ কাণ্ডি চামুণ্ডে বিস্তিরণণ বদনাম কুরু ॥53॥
মচচাস্ত্রপাতাসম্ভূতান রক্তবিন্দুন মহাসুরান।
রক্তবিন্দোঃ প্রতিচ্ছা ত্বাং বক্ত্রেনানা ভেগিনা ॥৫৪॥
ভক্ষয়ংতী চর রণো তদুত্পন্নান্মহাসুরান্ ।
এবমেষ ক্ষয়ং দৈত্য়ঃ ক্ষেণ রক্তো গমিষ্যতি ॥৫৫॥
ভক্ষ্য় মাণা স্ত্বয়া চোগ্রা ন চোত্পত্স্য়ংতি চাপরে ।
ইত্য়ুক্ত্বা তাং ততো দেবী শূলেনাভিজঘান তম্ ॥৫৬॥
মুখেনা কাদি জগৃহে রক্তবীজস্য শোণিতম্।
ততোষবজঘনাথ গদায়া তত্র চণ্ডিকাণ ॥৫৭॥
ন চাস্য়া বেদনাং চক্রে গদাপাতোঽল্পিকামপি ।
তস্য়াহতস্য় দেহাত্তু বহু সুস্রাব শোণিতম্ ॥৫৮॥
যতস্ততাস্তদ্বক্ত্রেণ চামুণ্ডা সম্প্রতীচতি।
মুখে সমুদ্গতা ইয়েশ্য রক্তপাতনমহাসুরাঃ ॥৫৯॥
তাঁশচখদাথ চামুণ্ডা পাপৌ তস্য চ শোণিতম্ ॥৬০॥
দেবী শূলেন বজ্রেণ বাণৈরসিভির্ ঋষ্টিভিঃ ।
জঘনা রক্তবীজনা তন চামুণ্ডা পিতা শোণিতম্ ॥৬১॥
সা পাপাতা মহীপ্তে শাস্ত্রসংঘাসমাহতঃ।
নিরক্তশ্চ মহীপাল রক্তবীজো মহাসুরঃ ॥৬২॥
ততাস্তে হর্ষ মাতুলং অভাপুস্ত্রিদশা নৃপা।
তেষাণ মাতৃগণো যতো নানার্তাস্রমংগমদোদ্ধতাঃ ॥৬৩॥
।। স্বস্তি শ্রী মার্কান্ডেয় পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে রক্তবীজবধোনামা অষ্টমমোধ্যায় সমাপ্তম ॥
আহুতি
ওং জয়ন্তী সাংগায়ৈ সশক্তিকায়ৈ সপরিবারায়ৈ সবাহনায়ৈ রক্তাক্ষ্য়ৈ অষ্টমাতৃ সহিতায়ৈ মহাহুতিং সমর্পয়ামি নমঃ স্বাহা ॥