এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৭ ফেব্রুয়ারী : হাওড়া ডোমজুড়ের বাঁকড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আজ শুক্রবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের । খবর যায় বাঁকড়া থানায় । এরপর পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আলমপুর অগ্নিনির্বাপণ কেন্দ্রের ৩ টি ইঞ্জিন । শেষ পর্যন্ত দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
বাঁকড়ার ঝিলখানা এলাকায় রয়েছে ওই চট কারখানাটি । আলমপুর অগ্নিনির্বাপণ কেন্দ্রের ওসি হরিসাধন দে বলেন, আজ সকালে ফোনে বাঁকড়া থানার ওসি আমাকে একটি চট কারখানায় আগুন লাগার খবর জানান । খবর পেয়ে তিনটে ইঞ্জিন নিয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে এখনো কাজ চলছে ।’ তিনি জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই । তবে একটি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি ।
স্থানীয় সূত্রের খবর, আজ শোয়া আটটা নাগাদ বাঁকড়া এলাকার ওই চট কারখানায় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা । কারখানার ভেতরে পাটের সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । দমকল কর্মীরা এসে যুদ্ধকালিন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে । কিন্তু তার আগেই ভস্মীভূত হয়ে যায় লক্ষাধিক টাকার সামগ্রী । এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরপে কোনো মতামত পাওয়া যায়নি ।।

