এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৫ ফেব্রুয়ারী : ফের শারীরিক অবস্থার অবনতি হল প্রবীণ গায়িকা লতা মঙ্গেশকরের । তাঁকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি (Breach Candy Hospital) হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয়েছে । গায়িকার চিকিৎসা করছেন ডঃ প্রতিত সামদানি(Dr Pratit Samdani)। শনিবার তিনি গায়িকার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়ে জানিয়েছেন, গায়িকার অবস্থা সঙ্কটজনক । তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে । গায়িকা চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে তিনি জানিয়েছেন ।
প্রবাদপ্রতিম এই গায়িকাকে অসুস্থ অবস্থায় গত ১০ জানুয়ারী ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে । গত সপ্তাহে গায়িকার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যায় । তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে আইসিইউতে রাখা হয়েছিল । প্রায় এক মাস ধরে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লতা মঙ্গেশকরের । বর্তমানে তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানা গেছে । বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ।
লতা মঙ্গেশকর ভারতের অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে সম্মানিত প্লেব্যাক গায়িকা । তিনি ছত্রিশটিরও বেশি ভারতীয় ও বিদেশী ভাষায় গান করেছেন । এক হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান রেকর্ড করেছেন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ।।