এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ নভেম্বর : প্রশাসনের কাছে বারবার আবেদন করেও খেয়া পারাপারের বৈধ নৌকা বা সেতু নির্মাণের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ । শুক্রবার রাতে স্বামী ও ছেলের সাথে ডিঙ্গিতে বিপজ্জনকভাবে নদী পারাপার করতে গিয়ে বেঘোরে প্রাণ খোয়াতে হল এক গৃহবধূকে । ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল-১ ব্লকের মহানন্দাপুর অঞ্চলের অবস্থিত জগন্নাথপুর -মুকুন্দপুর ঘাটে৷ মৃতার নাম রানি সাহা(৪০) । তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মুকুন্দপুর গ্রামে।
জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় স্বামী ও ছেলের সাথে চাঁচলের দইভাত্তা এলাকার রাসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রানি সাহা । ডিঙ্গিতে চড়ে তারা মহানন্দা নদী পারাপার করেন৷ রাশ দেখার পর রাত্রি প্রায় ১১ টা নাগাদ ডিঙ্গিতে নদী পারাপার করার সময় মাঝ নদীতে ডিঙ্গিটি উলটে যায় । স্বামী, ছেলে ও ডিঙ্গির মাঝি সাঁতরে পাড়ে উঠে এলেও নদীর জলে তলিয়ে যান রানিদেবী । আজ শনিবার সকাল ৯ টা নাগাদ জগন্নাথপুর ঘাটের প্রায় এক কিমি দূরে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, ২০১৯ সালে এই একই ঘাটে অতিরিক্ত যাত্রী বহন করার ফলে এক ভয়াবহ নৌকা ডুবির ঘটনা ঘটেছিল। সেবার নৌকাডুবিতে ১০ জন মারা গিয়েছিলেন। প্রায় ২০ জন বরাত জোরে প্রাণে বেঁচে যান । ঘটনার পরপরই প্রশাসনের তরফে জগন্নাথপুর ঘাট ‘সিল’ করে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেয়া পারাপারের জন্য বৈধ নৌকার ব্যবস্থা বা সেতু নির্মাণ করে দেওয়ার দাবিতে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কাজের কাজ হয়নি । এনিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । পাকা সেতু না তৈরি হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুশিয়ারি দিয়েছেন তাঁরা। তবে সেতু নির্মাণের প্রতিশ্রুতি না দিলেও টেন্ডার করে বৈধ নৌকা চলাচলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ।।

