দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৮ সেপ্টেম্বর : দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ সড়কপথের বেশ কিছু অংশ । সংস্কারের জন্য বারবার দরবার করেও কোনো সুরাহা হয়নি । শেষে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে লিফলেট বিলি শুরু করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের । কেতুগ্রাম ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান মহন্মদ সইদুল্লাকে রবিবার রাস্তায় ঘুরে ঘুরে লিফলেট বিলি করতে দেখা গেল । তবে প্রধানের এভাবে প্রতিবাদের সমালোচনা করেছেন দলীয় বিধায়ক শেখ শাহনেওয়াজ । তিনি বলেন,’রাস্তাটা সংস্কার করা দরকার ঠিকই,কিন্তু এভাবে লিফলেট বিলি করে ঠিক কাজ করেননি প্রধান ।’ তিনি জানান, বিষয়টি তিনি বিধানসভায় তুলবেন ।
জানা গেছে,কেতুগ্রামের ফুটিসাঁকো দিয়ে গেছে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক । উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম গুরত্বপূর্ণ সড়কপথ এটি । পণ্য পরিবহন থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে রোগীকে মূলত এই সড়ক পথ দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয় । পাশাপাশি কেতুগ্রাম থানার কেতুগ্রাম, মোড়গ্রাম, বেরুগ্রাম, চিনিসপুর, আনকোনা, কুলুট, চেঁচুড়ি, কোজলসাসহ একাধিক গ্রামের পড়ুয়া,অফিসকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মূলত এই সড়ক পথের উপর নির্ভরশীল ।
বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান মহন্মদ সইদুল্লা জানান, ফুটিসাঁকো থেকে আনখা মায়ের পীরতলা পর্যন্ত ৬ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে । রাস্তায় দীর্ঘ আড়াই বছরে পিচ পড়েনি । ফলে রাস্তা জুড়ে খানাখন্দে ভর্তি । মাঝে মধ্যে খানাখন্দে আধলা ইঁট দেওয়া হয় । এদিকে বর্ষার বৃষ্টিপাতের জেরে ইঁট বেরিয়ে এসেছে । প্রায়ই ছোটখাটো দূর্ঘটনা ঘটছে । তিনি বলেন, ‘অথচ এই রাস্তা সংস্কারের জন্য কোথায় না গেছি । রাস্তাটি সংস্কারের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ময়ূরাক্ষী ব্রীজ হাইওয়ে সাবডিভিশন পূর্তদপ্তরের (রোডস) ডিরেক্টরেট কান্দি এমএসডি কে বার বার লিখিত আবেদন জানিয়েছি । কিন্তু আজ পর্যন্ত রাস্তার আর সংস্কার হল না । তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজ উদ্যোগে লিফলেট বিলি করতে শুরু করেছি ।’
জানা গেছে,সড়ক পথের ওই অংশটি পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়লেও মুর্শিদাবাদ জেলার পূর্তদপ্তর এর দেখভাল করে । এনিয়ে মুর্শিদাবাদ জেলার পূর্তদপ্তরের আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ খোলেননি । এদিকে এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছে বিজেপি । পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন,’রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানি অবস্থা । সংস্কার করবে কোথা থেকে ? এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের উন্নয়ন নিয়ে নিজেই নিজের ঢালাও প্রশংসা করে চলেছেন । কিন্তু কেমন উন্নয়ন হয়েছে তা দেখিয়ে দিচ্ছে কেতুগ্রামের ওই রাস্তাটি ।’।