বানা রায়, বর্ধমান, ২৯ অক্টোবর: দুর্গাপুজোর জন্য পুজোকমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ অধিকাংশ পুজোকমিটিগুলির পুজোমণ্ডপে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এনিয়ে আক্ষেপ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার বর্ধমান শহরে সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী পালন করা হল। এই বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখার সময় স্বপন দেবনাথের গলায় শোনা গেল এই আক্ষেপের কথা। তিনি বলেন,” এবছর জেলায় ৩৯৩৬ টি পুজো কমিটি দুর্গাপুজোর জন্য ৮৫ হাজার করে টাকা অনুদান পেয়েছে। পূর্ব বর্ধমান জেলায় মোট ৩৩ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার টাকা খরচ হয়েছে দুর্গাপুজোর অনুদানের জন্য।অথচ পুজোর মণ্ডপে মমতাদির ছবি ছিল না। আবার অনেকে টাকা না পেয়ে আমাদের ধরেছে।’ আমরা টাকা পাই নি’ বলে।আরে, যারা পেল, তারা প্রচার করলো কই ?” এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানমঞ্চে মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রশ্ন তোলেন। অবশ্য এনিয়ে দলেরই কর্মীদের পরোক্ষভাবে দায়ী করেছেন তিনি। তাঁর কথায়,” ঠিকভাবে প্রচার করা হয়নি।”
পাশাপাশি আরজিকর ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রায় সকলেই তাদের বক্তব্যে আর জি করের ঘটনা ও ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রসঙ্গ টেনে আনেন। স্বপন দেবনাথ বলেন, “আরজিকর নিয়ে সকলেই তো বললেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। কিন্তু আমার দুটো কথা আছে। প্রথমত,আমি যখন আরজিকর নিয়ে দোষীর ফাঁসির জন্য আন্দোলনের ডাক দিয়েছিলাম, তখন ছাত্ররা আন্দোলনে নেমেছিল,মহিলারা আন্দোলনে নেমেছিলেন।কিন্তু সকলে আন্দোলনে নামে নি।”এই বলে দলীয় নেতৃত্বের দিকে আঙুল তোলেন তিনি।।