এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৯ জুন : প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব পিতৃদিবস । বিশেষ এই দিনটিতে প্রত্যেক সন্তান তাদের বাবাদের আশীর্বাদ নেয় । বিশেষভাবে শ্রদ্ধা জানান । কিন্তু ১৬০ নারীকে মাতৃত্বের স্বাদ দেওয়া ব্রিটিশ নাগরিক জো-এর এই দিনটা কাটে নিঃসঙ্গভাবে । কখন কোন সন্তানের ফোন আসবে সেই প্রতীক্ষায় দিনটা কাটে তাঁর ।
বছর একান্নর জো’কে একডাকে সবাই জো ডোনার নামেই চেনে । শুক্রাণু দান করার জন্য এই নাম জোয়ের । যে নারীরা মা হতে পারছেন না, তাদের মাতৃত্বের স্বাদ দেন জো । ইতিমধ্যে দেড় শতাধিক মহিলাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি । শুক্রাণু দান বা শারীরিক মিলন- একাধিক পদ্ধতিতে নারীর মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করেন জো । বর্তমানে তিনি ১৬০ সন্তানের জনক ! অথচ বিশ্ব পিতৃ দিবসে কাছে পাননা কোনো সন্তানকে । তিনি জানান, এযাবৎ ২০০ নারী মা হওয়ার জন্য তার সাহায্য চেয়েছেন । আমেরিকা, আর্জেন্টিনা, ইটালি, সিঙ্গাপুর, ফিলিপাইন গিয়ে নারীদের সন্তান জন্মদিতে সহায়তা করেছেন বলে তিনি দাবি করেন ।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে । তাই সন্তানদের সঙ্গে আলাপ করার কোনো সুযোগ নেই জোয়ের । সন্তানদের কেউ কেউ ফোন করলেও দেখা করেন না বলে জানিয়েছেন জো । সেই কারনে ১৬০ সন্তানের বাবা হলেও পিতৃ দিবসে একাই সময় কাটাতে হচ্ছে তাঁকে।।