এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ সেপ্টেম্বর : কেন্দ্রীয় মন্ত্রীত্ব যাওয়ার পর থেকেই বেসুরো ছিলেন । তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়েও জল্পনা উঠেছিল । সেই জল্পনায় জল ঢেলে নিয়ে রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন । শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই যোগদান করলেন বিজেপি সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের গেরুয়া শিবিরের পরিচিত মুখ বাবুল সুপ্রিয় । শুক্রবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে জোড়া ফুল শিবিরে যোগদান করেন বাবুল । উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন । এদিকে সামনেই রাজ্যের ৩ আসনে উপনির্বাচন । তার আগে বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল ।
প্রসঙ্গত,চলতি বছরে জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল হয় । তার আগেই মন্ত্রীত্ব হারাতে হয় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে । মন্ত্রিত্ব হারানোর পরের দিন থেকেই একের পর এক ফেসবুক পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বাবুল । এমনকি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সংঘাত বারবার প্রকাশ্যে আসে । এরপর গত ৩১ জুলাই বাবুল সুপ্রিয় ফেসবুকে লিখেছিলেন, “চললাম আলবিদা” । অর্থাৎ তিনি রাজনীতি থেকে অবসররের কথা ঘোষণা করেন ।
এদিকে আগামী উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাবুল ঘনিষ্ঠ প্রিয়াঙ্কার টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি । স্বভাবতই বাবুলকে তারকা প্রচারক হিসেবে তালিকায় রেখেছিল গেরুয়া শিবির । যদিও এই বিষয়ে সায় দেননি বাবুল স্বয়ং । তখন থেকেই বিজেপি নেতৃত্ব বাবুলের মতিগতি অনুমান করে ফেলেছিলেন । তবে ইঙ্গিত পরিষ্কার হয়ে যায় শুক্রবার সন্ধ্যায় । কারন কেন্দ্রের তরফ থেকে বাবুল সুপ্রিয় নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় । আর তার কিছুক্ষণের মধ্যেই তিনি শিবির বদল করেন ।।