প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ ফেব্রুয়ারি : পুরভোটে ভোট লুট হয়েছে বলে অভিযোগ তুলে রবিবার সারাটি দিন স্বোচ্চার থাকে বিরোধীরা । কিন্তু তারাই মধ্যে এদিন সম্পূর্ন উল্টোচিত্র দেখা যায় পূর্ব বর্ধমানের কালনা পৌসভার ২ নম্বর ওয়ার্ডে।এখানকার কালনা হিন্দু গার্লস হাই স্কুলের বুথ চত্ত্বরের বেঞ্চে এক সঙ্গে বসে হাসি ঠাট্টা করে খোশ মেজাজেই দিনটা কাটালেন তৃণমূল,বিজেপি ও সিপিএম প্রার্থীরা। যা দেখে শাসক ও বিরোধী সব দলের ভোটাররা ভিমড়ি খেয়ে যাবার মতন অবস্থা হর।কিন্তু তিন তৃণমূল প্রার্থী তনুশ্রী বাগ, সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা বাগ ও বিজেপি প্রার্থী মামনি ঘোষ সেইসবকে কোন গুরুত্বই দিলেন না ।বরং এক সুরেই তিন প্রার্থী জানিয়ে দিলেন,’কোথায় কি হচ্ছে জানি না। তবে তাঁদের এলাকার ভোটাররা ভোট দিয়ে যাকে খুশি জেতাবেন । সেটাই তাঁরা মাথা পেতে নেবেন ।’
পুরভোটে কালনা পুরসভার একাধীক বুথে ভোট লুট হয়েছে বলে অভিযোগ তুলে স্বোচ্চার হয় সিপিএম ও বিজেপি দলের প্রার্থী ও এজেন্টরা । কিন্তু তারই মধ্যে ব্যতিক্রম থাকে কালনা পুরসভার ২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের হিন্দু গার্লস হাই স্কুলের বুথে বসে আড্ডার মাঝেই তৃণমূল,সিপিএম ও বিজেপি দলের প্রার্থীরা ভোটারদের সুবিধা-অসুবিধার বিষয়টি দেখলেন ।একই সঙ্গে ভোটসংক্রান্ত নিজেদের নানা কাজ ও যাঁকে ফোন করার তাও করলেন ।পাশাপাশি ওয়ার্ডে যখন শাসক-বিরোধীদের মধ্যে প্রতিনিয়ত হাতাহাতি মারামারি উপক্রম তখন তৃণমূলের তনুশ্রী, সিপিএমের শর্মিষ্ঠা ও বিজেপির মামনি এক বেঞ্চে একসঙ্গে বসে টিফিন সেরে চা খেয়ে রীতিমতো জমাটি আড্ডাও দিলেন । এনারই যেন বুঝিয়ে দিতে চাইলেন ভোট আশলে গণতন্ত্রের উৎসব ।
তৃণমূল প্রার্থী তনুশ্রী বাগ বলেন,ভোট উৎসবে । খুব ভালোভাবেই ভোট হচ্ছে । আমরা তিন প্রার্থী একসঙ্গে ভোট উৎসব এনজয় করছি।”বিজেপির প্রার্থী মামনি ঘোষ দাস বলেন,“সকাল থেকে চা,টিফিন সবই আমরা একসঙ্গে খেয়েছি।কোন বিরোধ নয় । নিজেদের মতন করেই আমরা একসঙ্গে ভোট করছি । কোন অসুবিধা হয়নি ।’ সিপিএমের প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা বলেন,’মানুষ যাকে ভালোবাসবে তাঁকেই বেছে নেবে ।আমারা সেটাই চেয়েছি । ভোটাররা যে রায় দেবেন সেটা আমরা মাথা পেতে মেনে নেব । ভোট শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়াটাই হওয়াটাই বড় কথা ।’।