প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ অক্টোবর : প্রায় তিন বছর হল পাঠক্রম বন্ধ ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে । পুনরায় আগামী ১৪ অক্টোবর থেকে পাঠক্রম চালুর বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তার পরেই বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্ত্বরে লাল আবীর মেখে উল্লাসে মাতোয়ারা হয় ভারতের ছাত্র ফেডারেশন (SFI) এর কর্মী ও সমর্থকরা । পাশাপাশি চলে মিষ্টিমুখ করানো। এসএফআই নেতৃত্ব এদিন দাবিকরেন ,তাঁদের লাগাতার আন্দোলনের জরে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুণরার দূরশিক্ষা পাঠ্যক্রম চালু করতে বাধ্য হয়েছে । যদিও এসএফআইয়ের করা দাবি ও উল্লাস প্রকাশকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
এসএফআই নেতৃত্ব এদিন দাবি করেন বাম আমলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা পাঠ্যক্রম চালু হয়। এরফলে বহু পড়ুয়া উপকৃত হন । প্রথম থেকে সব কিছু ঠিকঠাকই চলছিল । কিন্তু প্রায় তিন বছর হল পাঠ্যক্রম বন্ধ হয়ে থাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে ।এই বিষয়টি মেনে নিতে না পেরে দূরশিক্ষা বিভাগ চালুর দাবিতে এসএফআই লাগাতার আন্দোলন চালিয়ে যায়। আর তার জেরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুণরায় দূরশিক্ষা বিভাগে পুণরায় পাঠ্যক্রম চালুর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ।
এসএফআইয়ের জেলা সম্পাদক অনিবার্ণ রায়চৌধুরী এদিন বলেন,’বর্ধমান বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ ডিস্টেন্স এডুকেশনকে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছিল । তাদের ধারাবাহিক আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে ডিস্টেন্স এডুকেশন চালু করতে। এটা তাদের জয় বলে মনে করছে ভারতের ছাত্র ফেডারেশন’।
বিশ্ববিদ্যালয় চত্ত্বরে দাড়িয়ে এসএফআইয়ের অন্য নেতারা দাবি করেন,এই মূহুর্তে জেলার কলেজ গুলিতে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলে সর্বত্র লাল আবীর উড়বে। এসএফআই নেতাদের এইসব দাবিকে কটাক্ষ করে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপত্র দেবু টুডু বলেন, ’কাজ নাই তো খই ভাজ।সেটাই এখন হয়েছে সিপিএমের।মানুষ ওদের সঙ্গে নেই । তাই ওরা নিজেরা নিজেরা লাল আবীর নিয়ে খেলে একটু আনন্দ পেতে চাইছে ।’।