দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ জানুয়ারী : দিন দুই ভোর রাত থেকে প্রবল কুয়াশা শুরু হচ্ছে ৷ বেলা প্রায় সাড়ে বারোটার পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে । কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে যাচ্ছে । আর এই ঘন কুয়াশা কেড়ে নিল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক মাছ বিক্রেতার প্রাণ । মৃতের নাম সনৎ বৈরাগ্য (৬০) । তার বাড়ি বাড়ি ভাতার থানার স্বর্ণচালিদা গ্রামে । অন্যান্য দিনের মতো আজ বৃহস্পতিবারেও সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করতে বের হয়েছিলেন সনৎবাবু ৷ কিন্তু ভাতারের শিলাকোট গ্রামের কাছে সেচনালার সেতু পারাপারের সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সাইকেলসহ গভীর গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয় তার ।
মৃতের ছেলে সুমন্ত জানিয়েছেন তাঁর বাবা রোজ ভোরে সাইকেলে চড়ে ওড়গ্রামে মাছের আড়ত মাছ কিনতে যেতেন। সেখানে মাছ কিনে ঝাঁকায় মাছ ভরে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে বেড়াতেন । ফের তিনি দুপুর নাগাদ বাড়ি ফিরে আসতেন । আজও যথারীতি তার বাবা খুব ভোরের দিকে সাইকেলে চড়ে মাছ বিক্রি করতে বের হয়েছিলেন । কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি ।
জানা গেছে,শিলাকোট গ্রামের কাছে ডিভিসি সেচনালার সেতু রয়েছে । সনৎবাবু সাইকেলে চড়ে বিঘড়া- ওড়গ্রাম রোড ধরে ওই সেতুটি দিয়ে তিনি সাইকেল নিয়ে যাওয়ার সময় বেশ কয়েক ফুট গর্তে পড়ে যান। তাকে কোনো অজানা গাড়ি ধাক্কা দিয়েছিল নাকি দৃশ্যমানতা কম থাকার কারনে ঠাওর করতে না পেরে তিনি পড়ে গেছেন তা স্পষ্ট নয় । তার মাথায় গুরুতর আঘাত লাগে । স্থানীয় কয়েকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে নিস্তেজ অবস্থায় সেতুর নিচে পড়ে থাকতে দেখে । উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে,সনৎবাবুর বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই ছেলে। অত্যন্ত হতদরিদ্র পরিবার । মূলত তার উপার্যনেই সংসার চলতো । এভাবে তার আকস্মিক মৃত্যুতে বিপাকে পড়ে গেছে পরিবারটি ।।