এইদিন ওয়েবডেস্ক,ডেনমার্ক,২০ অক্টোবর : মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, পাকিস্তান এবং তুরস্ক থেকে আসা মুসলিমদের ওপর নজরদারি শুরু করেছে ডেনমার্ক । ডেনিশ সরকার মনে করে,অ-পশ্চিমা দেশ থেকে আসা মুসলমানদের পর্যবেক্ষণে রাখা দরকার । বছর দুই আগে ডেনিশ ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশনবিষয়ক প্রাক্তন মন্ত্রী মাতিয়াত টেসপায়ে(Mattias Tesfaye)জানতে চেয়েছিলেন, ডেনমার্কে বসবাসকারী মুসলিমদের ফেলে আসা মাতৃভূমিতে কোনো অপরাধীদের সঙ্গে সম্পর্ক বা সংযোগ আছে কিনা তা খুঁজে দেখা দরকার। ওই সমস্ত লোকেরা কোথা থেকে এবং কিভাবে এসেছে- তা নিয়ে পরিসংখ্যান তৈরির কথা বলেছিলেন তিনি । এবারে সেই কাজটিই করেছে বর্তমান সরকার ।
ডেনমার্কের সংবাদপত্রে বলা হচ্ছে, ডেনমার্কের রাজনৈতিক ধারায় বরাবরই সেদেশের মুসলমানদের সমস্যাযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে । এবার সরকারিভাবে মুসলিমদের একটি এমইএনএপিটি (Middle East, North Africa, Pakistan and Türkiye) তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকাটি মুসলিমদের আদি দেশগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কে কোন দেশ থেকে এসেছে, সেই তথ্যকে ভিত্তি ধরে মুসলিমদের শ্রেণিবদ্ধ করা হয়েছে। ২০২০ সাল পর্যন্ত ওই তালিকার অন্তর্গত মুসলিমরা ডেনমার্কে অ-পশ্চিমা সব নাগরিকের মধ্যে ৫৪ শতাংশ ।
এদিকে ডেনমার্কের একটি পক্ষ এই তালিকার সমালোচনা করেছে । তাদের দাবি, তালিকায় অ-পশ্চিমা দেশ থেকে আসা মুসলিমদের আলাদা চোখে দেখা হচ্ছে। তালিকার মাধ্যমে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, পাকিস্তান কিংবা তুরস্ক থেকে আসা মুসলিমদের ব্যাপারে নেতিবাচক মনোভাব উস্কে দেওয়া হয়েছে । উল্লেখ্য,প্রথম থেকেই ডেনমার্কের রাজনৈতিক ধারায় দেশের মুসলিমদের আচার আচরণসহ অনান্য বিষয়ের ভিত্তিতে ‘ভালো মুসলিম’ ও ‘খারাপ মুসলিম’ হিসাবে তুলিকাভুক্ত করা হয়ে আসছে । যেসব মুসলিম স্কুলে যায়, কাজ করে, ডেনিশ মূল্যবোধ গ্রহণ করে এবং খুব বেশি ধর্মীয় আচার আচরণের উপর জোর দেয় না তাদের ভালো মুসলিম হিসেবে বিবেচনা করা হয়েছে । অন্যদিকে যারা সামাজিক আবাসনে অবদান রাখতে ও ডেনিশ ভাষায় কথা বলতে পারেন না তারা প্রায়শই নিন্দিত হয় ।।