প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ সেপ্টেম্বর : রেলস্টেশন লাগোয়া বেহাল রাস্তা সরাইয়ের দাবিতে রাস্তা ও রেল পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। অবরোধ বিক্ষোভের জেরে বুধবার এক ঘন্টারও বেশী সময় ধরে বর্ধমান-হাওড়া মেইন শাখায় পূর্ব বর্ধমানের দেবীপুর স্টেশন দিয়ে ট্রেন চলাচল ব্যাহত হয় । আটকে পড়ে বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন। খবর পেয়ে জেলার মেমারি থানার পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন । আলোচনা ফলপ্রসু হওয়ার বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন । তারপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল ।
এদিনের অবরোধ বিক্ষোভে অংশ নেওয়া দেবীপুরের বাসিন্দা গোপাল রায় বলেন, ‘দেবীপুর স্টেশান লাগোয়া রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। বর্তমানে ওই রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করা দায় হয়ে উঠেছে ।এদিন সকালে ওই রস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । ওই সময়ে এক বৃদ্ধা টোটোর নিচে চাপা পড়ে গিয়ে মারাত্মক জখম হন।এই দুর্ঘটনা স্বচক্ষে দেখার পরেই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই রাস্তা দ্রুত সারাইয়ের দাবির বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এলাকার বাসিন্দারা এরপরেই রেল স্টেশন লাগোয়া ওই পথ অবরোধ করার পাশাপাশি রেল পথও অবরোধ করে রেখে বিক্ষোভ দেখায় । অপর বাসিন্দা শিবু ঘোষ,রথীন দাসরা বলেন,জিটি রোড থেকে স্থানীয় বুলবুলি তলা পর্যন্ত রাস্তা সারাই হয়েছে । কিন্তু দেবীপুর রেলগেট লাগোয়া রাস্তার অংশ মেরামত করা হয়নি । তারফলে ওই রাস্তায় নিত্যদিন দুর্ঘটনা লেগে রয়েছে।রাস্তা সারাইয়ের ব্যাপারে রেল এবং পূর্তদপ্তর উভয়েই উদাসীনতা দেখিয়ে চলায় ওই রাস্তাটি দুর্ঘটনাপ্রবন হয়ে উঠেছে । প্রশাসন দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস এদিন দিয়েছেন । আশ্বাস মতো কাজ না হলে ফের আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন দেবীপুরের বাসিন্দারা ।
এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘.অবরোধ হয়েছিল ১ ঘন্টা ১৩ মিনিট । বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে ।’ জনসংযোগ আধিকারিক এও জানান , বাসিন্দারা স্থানীয় সমস্যা নিয়ে রেলপথ অবরোধ করেছিলেন । তাঁদের অবরোধের সঙ্গে রেলের কোন সম্পর্ক নেই ।।