এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ জুলাই : বিভিন্ন দাবিতে পূূর্ব বর্ধমান জেলার ভাতারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনগুলি । এই উপলক্ষে সোমবার সকালে কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও সিটুর ভাতার ব্লক কমিটির বেশ কিছু নেতা ও কর্মীরা একটি মিছিল বের করেন । ভাতার বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে তাঁরা বাজার পরিক্রমা করে । পরে ভাতারের বিডিওর কার্যালয়ের সামনে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় । এদিন সকাল ১০ টা থেকে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি । পরে সংগঠনগুলির পক্ষ থেকে ৯ দফা দাবিতে বিডিও হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সভার নেতা নজরুল হক,ক্ষেতমজুর ইউনিয়নের নেতা মিজানুর রহমান মন্ডল,রাস হাজরা,সিটু নেতা ডালিম রায়, সিতাংশু ভট্টাচার্য, প্রাক্তন সিপিএম বিধায়ক সুভাষ মন্ডল প্রমূখ ।
ভাতার ব্লক কৃষক সভার নেতা নজরুল হক বলেন, ‘একদিকে ক্রমাগত পেট্রোপন্যের দাম বেড়ে চলেছে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম । এদিকে লক ডাউনের কারনে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । ফলে নিদারুন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তাঁদের পরিবারগুলি । তাই আমাদের দাবি অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করে ওই সমস্ত মানুষগুলিকে কাজ দিতে হবে ।’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘আবাস যোজনার অনুদান দেওয়া নিয়ে আমাদের এলাকায় ব্যাপক দূর্নীতি হয়েছে । আবাস যোজনার প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে দেখা গেছে একই পরিবারের ৩ জন অনুদান পেয়েছেন । অথচ যারা যোগ্য তাঁদের বঞ্চিত করা হয়েছে । এনিয়ে তদন্তের জন্য আমরা পূর্বের বিডিওর কাছে আবেদনপত্র জমা দিয়েছিলাম । কিন্তু উনি সেটি ফাইল বন্দি করে রেখে দিয়ে বদলি হয়ে চলে গেছেন । তাই বর্তমান বিডিওর কাছে দাবি জানিয়েছি যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার অনুদান দেওয়ার ব্যাবস্থা করা হোক ।’ যোগ্য ব্যক্তিদের নামের একটা তালিকাও এদিন বিডিওর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
এছাড়া এদিনের কর্মসূচিতে কৃষি আইন বাতিল, জাতিগত মজুরী প্রদান রদ, সকলের জন্য কাজ, সকলের জন্য বিনামূল্য কোভিড ভ্যাকসিনের ব্যাবস্থাসহ বিভিন্ন দাবি তোলে বাম সংগঠনগুলি ৷।