এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৯ নভেম্বর : দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অফলাইনে টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে স্কুল । কিন্তু অনলাইন ক্লাসে এখনও সিলেবাস সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ । ফলে এই পরিস্থিতিতে পরীক্ষা দিলে ফলাফল নিশ্চিতভাবে খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাঁকুড়া তালডাংরার সাবড়াকোন হাই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । তাই পরীক্ষার রুটিন বাতিলের দাবি তুলে সোমবার বেশ কয়েকজন ছাত্রছাত্রী স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন । এদিন পড়ুয়াদের তরফ থেকে এনিয়ে স্কুলে একটি আবেদনপত্র জমা দিতে যাওয়া হয় । কিন্তু এদিন স্কুলের প্রধান শিক্ষক না আসায় সেই আবেদবপত্র কেউ গ্রহন করেননি বলে অভিযোগ ।
প্রসঙ্গত,করোনা পরিস্থিতির কারনে বিগত প্রায় দু’বছর ধরে বন্ধ স্কুল । ক্লাস থেকে পরীক্ষা সবই হয়েছে অনলাইনে ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ কেটে যাওয়ার পর বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে । দিন পনেরো আগে স্কুল কলেজগুলি খুলতেও শুরু করেছে । শুরু হয়েছে ক্লাস । এবার ২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্ভবত অফলাইনেই হতে চলেছে বলে খবর । তার আগে প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে সাধারনত উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়া হয় । ইতিমধ্যেই বাঁকুড়া তালডাংরার সাবড়াকোন হাই স্কুলে টেস্ট পরীক্ষার নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়েছে । আগামী ১৩ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা । কিন্তু নোটিশ দেখার পরেই বেঁকে বসেছে স্কুলের উচ্চমাধ্যমিক পড়ুয়ারা ।
তালডাংরার সাবড়াকোন হাই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী নিভা কর্মকার,মানস পাল,শুভজিৎ গড়াইরা বলেন, ‘এতদিন করোনা পরিস্থিতির কারনে অনলাইনে ক্লাস হয়েছে । এখনও সিলেবাস শেষ হয়নি । সবে দিন পনেরো আগে স্কুল খুলেছে । তার মধ্যে সর্বসাকুল্যে মাত্র ৭ দিন ক্লাস হয়েছে । এরই মধ্যে টেস্ট পরীক্ষার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে । আমারা পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার সময়ই পেলাম না । তার মধ্যে সামনের মাসের ৩-৪ তারিখের মধ্যে প্রজেক্ট জমা দেওয়ার কথা স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছে । এই পরস্থিতিতে যদি পরীক্ষা হয় তাহলে হয় ফেল করব,তা না হলে খুবই খারাপ ফল করব ।’
পাশাপাশি তাঁরা বলেন, ‘ফের যদি করোনা পরিস্থিতির কারনে উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ হয়ে যায় তাহলে টেস্টের নম্বর দেখেই তো আমাদের নম্বর দেওয়া হবে । স্বভাবতই উচ্চমাধ্যমিকেও আমাদের খারাপ ফল হতে বাধ্য । তাই আমাদের দাবি,যদি অফলাইনেই আমাদের পরীক্ষা দিতে হয় তাহলে অফলাইনে ক্লাস করে আমাদের সিলেবাস সম্পূর্ণ করা হোক । নচেৎ টেস্ট পরীক্ষা অনলাইনে নেওয়ার ব্যাবস্থা করা হোক ।’এবিষয়ে জানতে সাবড়াকোন হাই স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনও মতামত পাওয়া যায়নি । তবে তালডাংরা পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দিতা সিংহ বলেন, ‘এই ধরণের কোন খবর পাইনি । বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ।’ প্রয়োজনে তিনি এনিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান ।।