এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়( পূর্ব বর্ধমান),১০ ফেব্রুয়ারী : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস, তৃণমূল শাসিত পঞ্চায়েতগুলির বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে পূূর্ব বর্ধমানের ভাতাড় বিডিও অফিসের সামনে ধর্ণা প্রদর্শন ও প্রতিবাদ সভার আয়োজন করল বিজেপি । ভাতাড় ব্লকে বিজেপির ৩৩ জেডপি মন্ডল,শক্তি প্রমুখ ও মোর্চার সভাপতিদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সদর জেলার সাধারন সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী,দলের ভাতাড় বিধানসভার অবজার্ভার জয়দীপ চট্টোপাধ্যায়,৩৩ জেডপি মণ্ডল সভাপতি রাজকুমার হাজরাসহ বেশ কিছু কর্মী ও সমর্থক । এদিন সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত এই ধর্ণা প্রদর্শন চলে । পরে বিজেপির পক্ষ থেকে বিডিওর কাছে ৭ দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।
দেখুন ভিডিও :
রাজকুমার হাজরার অভিযোগ, ‘তৃণমূল শাসিত পঞ্চায়েতগুলিতে সাধারন মানুষের সাথে রীতিমত দুর্ব্যাবহার করে প্রধান,উপপ্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সদস্যা, পঞ্চায়েতের কর্মী ও আধিকারিকরা । সাধারন মানুষকে ঠিকমত পরিষেবা দেওয়া হয় না । তারই প্রতিবাদে এদিন বিডিও অফিসের সামনে ধর্ণা প্রদর্শন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমরা বিডিওর কাছে দাবি জানিয়েছি সকল জবকার্ডধারীকে একশ দিনের কাজ দিতে হবে । এখনও পর্যন্ত এলাকার অনেক মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদান পাননি । অবিলম্বে তাঁদের সকলকে সরকারি এই পরিষেবা দেওয়ার ব্যাবস্থা করতে হবে । বেহাল রাস্তাঘাটের সংস্কার ও প্রতিটি গ্রামে পানীয় জলের ব্যাবস্থা করতে হবে । এছাড়া সাধারন মানুষ যাতে পঞ্চায়েতগুলিতে গিয়ে দুর্ব্যাবহারের শিকার না হন ও যথাযথ পরিষেবা পান,বিডিওর কাছে আমরা এই দাবি জানিয়েছি ।।